এম এস রানা
আজ ১৭ জুলাই অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী অনেক দিন হলো দেশে নেই। নেই পর্দায়। টেলিফোনে তিনি বললেন জন্মদিনের স্মৃতিকথা, জানালেন অভিনয় প্রসঙ্গে না–বলা অনেক কথা। সাক্ষাৎকার নিয়েছেন এম এস রানা–
ডলি জহুর: ধন্যবাদ। আমি এখন মেলবোর্নে আছি। ছেলের এখানে। গত বছর জানুয়ারিতে এসেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির জন্য যাই যাই করেও দেশে ফেরা হচ্ছে না। আমার ছেলে রিয়াসাতও যেতে দিচ্ছে না। নাতনি রাইসা আর নাতি রাইয়ানের সঙ্গে সময় কাটে বেশি। আমার নাতি রাইয়ানেরও আজ প্রথম জন্মদিন। ঘটা করে কিছুই করছি না। কেক কেটে নিজেরা একসঙ্গে সময় কাটাচ্ছি। খাওয়াদাওয়া করছি। এই তো। এখানেও লকডাউন চলছে, কাজেই বাইরে যাওয়ারও উপায় নেই।
ডলি: যখন বাবার বাসায় ছিলাম। তখন বোনেরা রান্না করত। কেক কাটা হতো। পরে যখন ছেলে বড় হলো, আলাদা সংসার সাজালাম, তখনো আমি তেমন কিছু করতাম না। ওরা বাবা-ছেলে চুপেচাপে কেক নিয়ে আসত। আমি হয়তো শুটিং শেষ করে ফিরেছি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই হুট করে বাতি নিভিয়ে দিত। আমি চমকে উঠতাম। বাতি জ্বালাতেই দেখা যেত টেবিলে কেক সাজানো। পাশে একগুচ্ছ রজনীগন্ধা। একটা শাড়ি নয়তো পারফিউম। বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে।
ডলি: দেশে ফেরার জন্য মনটা ছটফট করছে। কিন্তু ফিরতে তো পারছি না। দেখি পরিস্থিতি স্বাভাবিক হলেই চলে আসব। কত দিন আমার পরিচিত মুখগুলো দেখি না। আমার অভিনয়ের পরিবার, আমার স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। সবাইকে খুব খুব মিস করি। পরিচিতি কত প্রিয় মুখ হারিয়ে যাচ্ছে। এখানে বসে তাদের মৃত্যূ সংবাদ পাই। মনটা হুহু করে ওঠে।
মাঝে কিছু কাজের কথা হয়েছিল। কিন্তু দেখলাম ওখানে আমার তো তেমন কিছু করার নেই। ভালো ক্যারেক্টার না হলে, অভিনয়ের সুযোগ না থাকলে কি আর শুটিং করতে ইচ্ছে হয়? তাই সিদ্ধান্ত নিয়েছি, ভালো চরিত্র বা কাজ না হলে আর অভিনয়ই করব না।
ডলি জহুর, অভিনেত্রী
ডলি: একদমই না। আর দেশে তো এখন আমাদের নিয়ে ভালো কোনো কাজও হচ্ছে না। দেখি তো টিভিতে। মা-খালা তো এখন লাগেই না। একটা–দুটো চরিত্র দিয়েই নাটক হয়ে যাচ্ছে। মাঝে কিছু কাজের কথা হয়েছিল। কিন্তু দেখলাম ওখানে আমার তো তেমন কিছু করার নেই। ভালো ক্যারেক্টার না হলে অভিনয়ের সুযোগ না থাকলে কি আর শুটিং করতে ইচ্ছে হয়? তাই সিদ্ধান্ত নিয়েছি, ভালো চরিত্র বা কাজ না হলে আর অভিনয়ই করব না।
ডলি: দেখুন, তরুণ-তরুণীদের প্রেম ভালোবাসা নিয়েই তো জীবনের সব ক্রাইসিস নয়। আমাদের বয়সী মানুষদের নিয়েও তো ভালো নাটকের গল্প হয়, সিনেমা হয়। সারা বিশ্বে হচ্ছে। আমাদের পাশের দেশে ভারতেও হচ্ছে। অথচ আমাদের এখানে একদমই হচ্ছে না।
ডলি: হ্যাঁ, ভারতে তো চরিত্রাভিনয় হচ্ছে। এই যে দেখুন সৌমিত্র চট্টোপাধ্যাকে নিয়ে কী অসাধারণ সব কাজ হলো। তাঁর সঙ্গে আমার আলাপও হয়েছিল। তিনি বলেছিলেন. তোমরা যদি আসো তাহলে খুব ভালো হয়। সবাই মিলে ভালো কাজ করা যায়। কিন্তু তিনি তো চলে গেলেন না–ফেরার দেশে।
ডলি: দেখি, দেশে আসি আগে। ভালো কাজ হলে অবশ্যই করব। তবে অবস্থা যা দেখছি, আগের মতো নিয়মিত হয়তো কাজ হবে না।
আজ ১৭ জুলাই অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী অনেক দিন হলো দেশে নেই। নেই পর্দায়। টেলিফোনে তিনি বললেন জন্মদিনের স্মৃতিকথা, জানালেন অভিনয় প্রসঙ্গে না–বলা অনেক কথা। সাক্ষাৎকার নিয়েছেন এম এস রানা–
ডলি জহুর: ধন্যবাদ। আমি এখন মেলবোর্নে আছি। ছেলের এখানে। গত বছর জানুয়ারিতে এসেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির জন্য যাই যাই করেও দেশে ফেরা হচ্ছে না। আমার ছেলে রিয়াসাতও যেতে দিচ্ছে না। নাতনি রাইসা আর নাতি রাইয়ানের সঙ্গে সময় কাটে বেশি। আমার নাতি রাইয়ানেরও আজ প্রথম জন্মদিন। ঘটা করে কিছুই করছি না। কেক কেটে নিজেরা একসঙ্গে সময় কাটাচ্ছি। খাওয়াদাওয়া করছি। এই তো। এখানেও লকডাউন চলছে, কাজেই বাইরে যাওয়ারও উপায় নেই।
ডলি: যখন বাবার বাসায় ছিলাম। তখন বোনেরা রান্না করত। কেক কাটা হতো। পরে যখন ছেলে বড় হলো, আলাদা সংসার সাজালাম, তখনো আমি তেমন কিছু করতাম না। ওরা বাবা-ছেলে চুপেচাপে কেক নিয়ে আসত। আমি হয়তো শুটিং শেষ করে ফিরেছি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই হুট করে বাতি নিভিয়ে দিত। আমি চমকে উঠতাম। বাতি জ্বালাতেই দেখা যেত টেবিলে কেক সাজানো। পাশে একগুচ্ছ রজনীগন্ধা। একটা শাড়ি নয়তো পারফিউম। বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে।
ডলি: দেশে ফেরার জন্য মনটা ছটফট করছে। কিন্তু ফিরতে তো পারছি না। দেখি পরিস্থিতি স্বাভাবিক হলেই চলে আসব। কত দিন আমার পরিচিত মুখগুলো দেখি না। আমার অভিনয়ের পরিবার, আমার স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। সবাইকে খুব খুব মিস করি। পরিচিতি কত প্রিয় মুখ হারিয়ে যাচ্ছে। এখানে বসে তাদের মৃত্যূ সংবাদ পাই। মনটা হুহু করে ওঠে।
মাঝে কিছু কাজের কথা হয়েছিল। কিন্তু দেখলাম ওখানে আমার তো তেমন কিছু করার নেই। ভালো ক্যারেক্টার না হলে, অভিনয়ের সুযোগ না থাকলে কি আর শুটিং করতে ইচ্ছে হয়? তাই সিদ্ধান্ত নিয়েছি, ভালো চরিত্র বা কাজ না হলে আর অভিনয়ই করব না।
ডলি জহুর, অভিনেত্রী
ডলি: একদমই না। আর দেশে তো এখন আমাদের নিয়ে ভালো কোনো কাজও হচ্ছে না। দেখি তো টিভিতে। মা-খালা তো এখন লাগেই না। একটা–দুটো চরিত্র দিয়েই নাটক হয়ে যাচ্ছে। মাঝে কিছু কাজের কথা হয়েছিল। কিন্তু দেখলাম ওখানে আমার তো তেমন কিছু করার নেই। ভালো ক্যারেক্টার না হলে অভিনয়ের সুযোগ না থাকলে কি আর শুটিং করতে ইচ্ছে হয়? তাই সিদ্ধান্ত নিয়েছি, ভালো চরিত্র বা কাজ না হলে আর অভিনয়ই করব না।
ডলি: দেখুন, তরুণ-তরুণীদের প্রেম ভালোবাসা নিয়েই তো জীবনের সব ক্রাইসিস নয়। আমাদের বয়সী মানুষদের নিয়েও তো ভালো নাটকের গল্প হয়, সিনেমা হয়। সারা বিশ্বে হচ্ছে। আমাদের পাশের দেশে ভারতেও হচ্ছে। অথচ আমাদের এখানে একদমই হচ্ছে না।
ডলি: হ্যাঁ, ভারতে তো চরিত্রাভিনয় হচ্ছে। এই যে দেখুন সৌমিত্র চট্টোপাধ্যাকে নিয়ে কী অসাধারণ সব কাজ হলো। তাঁর সঙ্গে আমার আলাপও হয়েছিল। তিনি বলেছিলেন. তোমরা যদি আসো তাহলে খুব ভালো হয়। সবাই মিলে ভালো কাজ করা যায়। কিন্তু তিনি তো চলে গেলেন না–ফেরার দেশে।
ডলি: দেখি, দেশে আসি আগে। ভালো কাজ হলে অবশ্যই করব। তবে অবস্থা যা দেখছি, আগের মতো নিয়মিত হয়তো কাজ হবে না।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৭ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৬ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৭ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৭ ঘণ্টা আগে