Ajker Patrika

মস্কো উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘মাস্তুল’ সিনেমার দৃশ্য ও ‘নয়া ঠিকানা’ সিনেমার দৃশ্য।	ছবি: সংগৃহীত
‘মাস্তুল’ সিনেমার দৃশ্য ও ‘নয়া ঠিকানা’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

টানা চতুর্থবারের মতো রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা। একটি নয়, এবার মস্কোতে নির্বাচিত হয়েছে দুটি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে শামসুদ্দীন আহমদ শিবলুর ‘নয়া ঠিকানা’।

বিশ্বের অন্যতম এই উৎসবে নিজেদের সিনেমা স্থান পাওয়ায় উচ্ছ্বসিত দুই নির্মাতা নূরুজ্জামান ও শিবলু। আনন্দ প্রকাশ করে নুরুজ্জামান বলেন, ‘মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে। এমনিতেই পেটে কথা চেপে রাখা খুব কষ্টের। তার ওপর যদি কোনো খুশির খবর ৯৮ দিন ধরে চেপে রাখতে হয়, তবে তো কথাই নেই! সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সঙ্গে মাস্তুলের এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে এখন।’

উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই নদীবন্দর এলাকার জাহাজিদের দেখে আসছি। ডাঙার সঙ্গে জলে ভাসা এই মানুষগুলোর সম্পর্ক আর তাদের বিচিত্র জীবন আমাকে বরাবরই টানত। মাস্তুল সেই জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করার সুযোগ এনে দিল।’

সম্প্রতি বিনা কর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাস্তুল। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল, শিশুশিল্পী আরিফ প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।

নয়া ঠিকানা নির্মিত হয়েছে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের গল্পে। স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয় প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার সাগর। মস্কোতে নির্বাচিত হওয়ার প্রসঙ্গে নির্মাতা শিবলু বলেন, ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নয়া ঠিকানা নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। এটা আমার জন্য এবং দেশের জন্য সম্মানের। ইচ্ছা আছে উৎসবে যোগ দেওয়ার। এরপর দেশের বিভিন্ন স্থানে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা আছে।’

এর আগে এই উৎসবের ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একটি বিভাগে পুরস্কার জেতে। ১৭ এপ্রিল শুরু হবে এবারের উৎসব। ৮ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ এপ্রিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত