এম এস রানা
মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল ৩১ আগস্ট জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তাঁর জামিন পাওয়ার খবরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা। কেউ সন্তোষ প্রকাশ করেছেন, কেউ নীরব থেকেছেন, কেউ শুভকামনা জানিয়েছেন পরীকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান ‘অন্তরজ্বালা’ ছবিতে অভিনয় করেছিলেন পরীমণির সঙ্গে। পরীমণির জামিনের খবরে তিনি বলেছেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্যরা কখনোই পরীমণির বিপক্ষে ছিলাম না। আমরা কেবল সংবিধানের ধারা মোতাবেক সবার মতামতের পরিপ্রেক্ষিতে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছি। আমরা তাঁর ন্যায়বিচারের পক্ষে। পরীমণি জামিন পেয়েছেন, আমরা সবাই খুব খুশি। সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন। তিনি দোষী সাব্যস্ত না হলে আমরা ফুলের মালা দিয়ে তাঁর সদস্যপদ পুনর্বহাল করব। পরীমণি আমার সহশিল্পী, ব্যক্তিগতভাবে তাঁকে আমি অভিনন্দন জানাচ্ছি।’
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছেন পরীমণি। অভিনেত্রীর ন্যায়বিচার আর জামিন পাওয়ার পক্ষে মানববন্ধনেও দাঁড়িয়েছিলেন তিনি। পরীমণির জামিনের খবর পেয়ে তিনি বলেন, ‘আমার ছবির নায়িকা বলেই নয়, একজন শিল্পী হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে পরী যে বিচারহীন এই দীর্ঘ কারাবাস করল, এটা ঠিক হয়নি। তিনি জামিনে ছাড়া পেয়েছেন, এটা আনন্দের খবর। এটাই হওয়া উচিত ছিল আরও আগে। পরী একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন। আশা করছি তিনি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। মানসিক ধাক্কাটা সামলে উঠতে পারবেন।’
নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘পরীর সঙ্গে আমার ওভাবে পরিচয় নেই। যতটা শুনেছি, ওর লাইফস্টাইলটা একটু ভিন্ন। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে পরী অনেক কিছুই শিখেছে, কারাগারেও থাকতে হয়েছে। হয়তো সে এবার নিজেকে শুধরে নেবে। সুন্দরভাবে জীবন পরিচালনা করবে।’
পরীমণির জামিনের খবর পেয়ে চিত্রনায়িকা অঞ্জনা ফেসবুকে পোস্ট শেয়ার করে মন্তব্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ পরীমণির জামিন মঞ্জুর। সঠিক পথে এগিয়ে চলে নিজের জীবনকে আরও সুন্দর করবে। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধময় করবে তোমার প্রতিভাময় সুঅভিনয় দিয়ে। এই আশীর্বাদ করি। পরীমণির পাশে আমি সব সময় ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
অভিনেত্রী বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে কল করলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। ফেসবুকে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনিও কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুজন অভিনেতা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি।
মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল ৩১ আগস্ট জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তাঁর জামিন পাওয়ার খবরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা। কেউ সন্তোষ প্রকাশ করেছেন, কেউ নীরব থেকেছেন, কেউ শুভকামনা জানিয়েছেন পরীকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান ‘অন্তরজ্বালা’ ছবিতে অভিনয় করেছিলেন পরীমণির সঙ্গে। পরীমণির জামিনের খবরে তিনি বলেছেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্যরা কখনোই পরীমণির বিপক্ষে ছিলাম না। আমরা কেবল সংবিধানের ধারা মোতাবেক সবার মতামতের পরিপ্রেক্ষিতে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছি। আমরা তাঁর ন্যায়বিচারের পক্ষে। পরীমণি জামিন পেয়েছেন, আমরা সবাই খুব খুশি। সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন। তিনি দোষী সাব্যস্ত না হলে আমরা ফুলের মালা দিয়ে তাঁর সদস্যপদ পুনর্বহাল করব। পরীমণি আমার সহশিল্পী, ব্যক্তিগতভাবে তাঁকে আমি অভিনন্দন জানাচ্ছি।’
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছেন পরীমণি। অভিনেত্রীর ন্যায়বিচার আর জামিন পাওয়ার পক্ষে মানববন্ধনেও দাঁড়িয়েছিলেন তিনি। পরীমণির জামিনের খবর পেয়ে তিনি বলেন, ‘আমার ছবির নায়িকা বলেই নয়, একজন শিল্পী হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে পরী যে বিচারহীন এই দীর্ঘ কারাবাস করল, এটা ঠিক হয়নি। তিনি জামিনে ছাড়া পেয়েছেন, এটা আনন্দের খবর। এটাই হওয়া উচিত ছিল আরও আগে। পরী একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন। আশা করছি তিনি দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। মানসিক ধাক্কাটা সামলে উঠতে পারবেন।’
নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘পরীর সঙ্গে আমার ওভাবে পরিচয় নেই। যতটা শুনেছি, ওর লাইফস্টাইলটা একটু ভিন্ন। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে পরী অনেক কিছুই শিখেছে, কারাগারেও থাকতে হয়েছে। হয়তো সে এবার নিজেকে শুধরে নেবে। সুন্দরভাবে জীবন পরিচালনা করবে।’
পরীমণির জামিনের খবর পেয়ে চিত্রনায়িকা অঞ্জনা ফেসবুকে পোস্ট শেয়ার করে মন্তব্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ পরীমণির জামিন মঞ্জুর। সঠিক পথে এগিয়ে চলে নিজের জীবনকে আরও সুন্দর করবে। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধময় করবে তোমার প্রতিভাময় সুঅভিনয় দিয়ে। এই আশীর্বাদ করি। পরীমণির পাশে আমি সব সময় ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
অভিনেত্রী বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে কল করলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। ফেসবুকে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনিও কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুজন অভিনেতা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১১ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৫ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৬ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ঘণ্টা আগে