Ajker Patrika

পরীমনি বললেন, আমি সমালোচনা ভালোবাসি

আপডেট : ২০ জুন ২০২১, ২০: ২৪
পরীমনি বললেন, আমি সমালোচনা ভালোবাসি

ঢাকা: ছবিটা পরীমণির তোলা। একটা শালিকের ছবি। শালিকটি তাকিয়ে আছে ক্যামেরার দিকে। সোজা। সরু চোখ করে। তার চোখ থেকে প্রবল বিরক্তি ছিটকে বের হচ্ছে। শালিকের তাকানোটা এমন, মনে হচ্ছে, অনেক লড়াই করেও ক্লান্ত নয়। নিজের মোবাইলে তোলা এমন একটি ছবি, ‘পরীমণি ফটোগ্রাফি’ লেবেল সেঁটে, ফেসবুকের দেয়ালে টাঙিয়ে দিলেন নায়িকা।

তবে পাখিটির দিকে তেমন দৃষ্টি নেই পরীমণির ফলোয়ারদের। বেশিরভাগেরই তীক্ষ্ণ নজর ছবির ক্যাপশনের দিকে। ইংরেজিতে পরীমণি লিখলেন যেটা তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি সমালোচনা ভালোবাসি। সমালোচনা সব সময় আমাকে আরও শক্তিশালী করে।’

ক্যাপশনটা বেশ ভালোই দিয়েছেন পরী। গত সপ্তাহখানেক ধরে তার ওপর দিয়ে তো আর কম ঝড় যাচ্ছে না! তবু নায়িকা এখন আগের ‘পরী’-র মতোই দৃঢ় আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত