Ajker Patrika

মারা গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী

বিনোদন ডেস্ক
Thumbnail image

চলে গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সৌমিত্রের মেয়ে পৌলমী বসু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, কিডনি বিকল হয়ে শনিবার দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা।

অসুস্থতার কারণে বিধাননগরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন দীপা।

গত নভেম্বরে মারা যান বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মেয়ে পৌলমী জানান, মূলত তার বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন মা। এছাড়া ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার।

এই দম্পতির দুই সন্তান– সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত