বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি প্রথম দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে এ দুঃসংবাদটি শেয়ার করেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
দিলীপ কুমার, যাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। অভিনয়জীবনে তো বটেই, অবসরে যাওয়ার পরও কোনো ভারতীয় শিল্পী সম্ভবত এত সম্মান আর মর্যাদা পাননি। তাঁকে বলা হয়, ট্র্যাজেডি কিং। মুঘল–ই–আজম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে এই তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি চমৎকার হৃদয়ের মানুষ ছিলেন বলেও স্বীকার করেন তাঁর বন্ধু ও সহকর্মীরা।
এই কিংবদন্তি সম্পর্কে সাতটি মজার তথ্য জেনে নেওয়া যাক:
১. সিনেমায় দিলীপ কুমারের অভিষেক ঘটে ১৯৪৪ সালে। প্রথম সিনেমা জোয়ার ভাটা। এই সিনেমায় তাঁকে মাসে ১ হাজার ২৫০ রুপি করে সম্মানী দেওয়া হয়েছিল।
২. তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। জন্ম পাকিস্তানের পেশোয়ারে।
৩. দিলীপ কুমারকে আবিষ্কার করেছিলেন বলিউডের আরেক নামী অভিনেত্রী প্রযোজক দেবিকা রানী। তাঁকে ওই সময় বলা হতো ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি।
৪. ‘দিলীপ কুমার : দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন দিলীপ কুমার। সেখানে তিনি বলেছেন, ‘আসমা রেহমানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল জীবনের ভয়ংকরতম ভুল।’ আসমা ছিলেন দিলীপের দ্বিতীয় স্ত্রী।
৫. মহারাষ্ট্রের নাসিকে বারনেস স্কুলেই শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কেটেছে তাঁর। সেখানেই রাজ কাপুরের সঙ্গে পরিচয়। দ্রুতই তাঁদের বন্ধুত্ব হয়।
৬. ‘কহিনূর’ সিনেমার ‘মধুবন মেঁ রাধিকা নাচে রে’ গানটির জন্য দিলীপ কুমার অমানুষিক পরিশ্রম করেছিলেন। শুধু সেতার বাজানো শেখার জন্য ছয় মাস তালিম নেন এই অভিনেতা।
৭. হলিউডের ডেভিড লিন পরিচালিত ‘লরেন্স অব অ্যারাবিয়া’ সিনেমায় শেরিফ আলী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দিলীম কুমার। তবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। সেই চরিত্রে অভিনয় করেন মিসরীয় চলচ্চিত্র ও টিভি অভিনেতা ওমর শরিফ।
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি প্রথম দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে এ দুঃসংবাদটি শেয়ার করেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
দিলীপ কুমার, যাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। অভিনয়জীবনে তো বটেই, অবসরে যাওয়ার পরও কোনো ভারতীয় শিল্পী সম্ভবত এত সম্মান আর মর্যাদা পাননি। তাঁকে বলা হয়, ট্র্যাজেডি কিং। মুঘল–ই–আজম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে এই তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি চমৎকার হৃদয়ের মানুষ ছিলেন বলেও স্বীকার করেন তাঁর বন্ধু ও সহকর্মীরা।
এই কিংবদন্তি সম্পর্কে সাতটি মজার তথ্য জেনে নেওয়া যাক:
১. সিনেমায় দিলীপ কুমারের অভিষেক ঘটে ১৯৪৪ সালে। প্রথম সিনেমা জোয়ার ভাটা। এই সিনেমায় তাঁকে মাসে ১ হাজার ২৫০ রুপি করে সম্মানী দেওয়া হয়েছিল।
২. তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। জন্ম পাকিস্তানের পেশোয়ারে।
৩. দিলীপ কুমারকে আবিষ্কার করেছিলেন বলিউডের আরেক নামী অভিনেত্রী প্রযোজক দেবিকা রানী। তাঁকে ওই সময় বলা হতো ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি।
৪. ‘দিলীপ কুমার : দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন দিলীপ কুমার। সেখানে তিনি বলেছেন, ‘আসমা রেহমানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল জীবনের ভয়ংকরতম ভুল।’ আসমা ছিলেন দিলীপের দ্বিতীয় স্ত্রী।
৫. মহারাষ্ট্রের নাসিকে বারনেস স্কুলেই শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কেটেছে তাঁর। সেখানেই রাজ কাপুরের সঙ্গে পরিচয়। দ্রুতই তাঁদের বন্ধুত্ব হয়।
৬. ‘কহিনূর’ সিনেমার ‘মধুবন মেঁ রাধিকা নাচে রে’ গানটির জন্য দিলীপ কুমার অমানুষিক পরিশ্রম করেছিলেন। শুধু সেতার বাজানো শেখার জন্য ছয় মাস তালিম নেন এই অভিনেতা।
৭. হলিউডের ডেভিড লিন পরিচালিত ‘লরেন্স অব অ্যারাবিয়া’ সিনেমায় শেরিফ আলী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দিলীম কুমার। তবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। সেই চরিত্রে অভিনয় করেন মিসরীয় চলচ্চিত্র ও টিভি অভিনেতা ওমর শরিফ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৪ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৫ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৬ ঘণ্টা আগে