Ajker Patrika

মাসুদ পথিকের ‘বক’ সিনেমায় গাইলেন মমতাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মাসুদ পথিক। ‘বক: দ্য সোল অব ন্যাচার’ শিরোনামের সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। মাসুদ পথিকের লেখা ‘তেঁতুল গাছ’ গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন শামীম আহমেদ।

কবিতা ও চিত্রকর্ম থেকেই চলচ্চিত্রের রসদ খোঁজেন নির্মাতা মাসুদ পথিক। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নিজের প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ করে ছয়টি বিভাগে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দ্বিতীয় চলচ্চিত্র করেছেন শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম ও কবি কামাল চৌধুরীর কবিতা অবলম্বনে ‘মায়া’। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ সবচেয়ে বেশি ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলে।

মাসুদ পথিক বলেন, ‘আমাদের আত্মপীড়ন, আমাদের আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অন্যকে খেয়ে ফেলার যে মনোবৃত্তি, সে বিষয়গুলো নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি।’

সংগীতশিল্পী মমতাজ। ছবি: সংগৃহীতসিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রতন দেব। এ ছাড়া অভিনয়ে আছেন রুনা খান, রতন দেব, আব্রাহাম তামিম, ইলিনা শাম্মি, সাফওয়ান মাহমুদ, রোহান, গৃহী প্রমুখ।

মাসুদ পথিক বলেন, ‘এই সিনেমায় তেমন গান যাবে না। তবুও একটা টাইটেল গান রাখা হচ্ছে। তেঁতুল গাছ, গানটি অনেকটায় প্রকৃতির ভেতর মানুষের সংগ্রামী জীবনের লড়াই ও প্রেমের।’

‘ছবিতে রতন দেব (সরুজ দেওয়ান) তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রুনা খান। দুই শিশুশিল্পীও অভিনয় করবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে। কবিতা থেকে গল্প তৈরি করে পরাবাস্তব ও বাস্তবের যোগসূত্র করার চেষ্টা করছি।’ যোগ করেন মাসুদ পথিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত