জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিনোদন প্রতিবেদক, ঢাকা
এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশির ভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এখন আলোচনাতে নেই সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার এগিয়ে থাকতে পারে স্বল্প বাজেটের সিনেমাগুলো।
গত নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। জানা গেছে, বোর্ড সদস্যরা তাঁদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠতে পারে গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এই বিভাগে আলোচনায় আছে গণঅর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেতে পারেন সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার রায়হান রাফী ও আদিমের পরিচালক যুবরাজ শামীম।
২০২৩ সালে কোরবানির ঈদের সময় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সে সময় এই দুই সিনেমার অভিনেতা শাকিব খান ও আফরান নিশোর মধ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সেরা অভিনেতা বিভাগেও দুই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে আছেন আফরান নিশো। অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন সুড়ঙ্গর নায়িকা তমা মির্জা। তমার সঙ্গে এই বিভাগে সাঁতাওয়ের অভিনেত্রী আইনুন পুতুল ও আদিমের সোহাগীও আছেন সম্ভাব্য তালিকায়।
পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে ‘ওরা ৭ জন’-এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও সুড়ঙ্গর অভিনেতা রাশেদ মামুন অপুর নাম শোনা যাচ্ছে।
গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা। সিনেমার ঈশ্বর গানের জন্য গীতিকার সোমেশ্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ ও গায়ক রিয়াদের নাম শোনা গেছে। এ ছাড়া একই সিনেমার প্রিয়তমা গানের গায়ক-গায়িকা বালাম ও কোনালের নাম আছে সম্ভাব্য তালিকায়।
এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশির ভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এখন আলোচনাতে নেই সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার এগিয়ে থাকতে পারে স্বল্প বাজেটের সিনেমাগুলো।
গত নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। জানা গেছে, বোর্ড সদস্যরা তাঁদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠতে পারে গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এই বিভাগে আলোচনায় আছে গণঅর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেতে পারেন সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার রায়হান রাফী ও আদিমের পরিচালক যুবরাজ শামীম।
২০২৩ সালে কোরবানির ঈদের সময় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সে সময় এই দুই সিনেমার অভিনেতা শাকিব খান ও আফরান নিশোর মধ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সেরা অভিনেতা বিভাগেও দুই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে আছেন আফরান নিশো। অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন সুড়ঙ্গর নায়িকা তমা মির্জা। তমার সঙ্গে এই বিভাগে সাঁতাওয়ের অভিনেত্রী আইনুন পুতুল ও আদিমের সোহাগীও আছেন সম্ভাব্য তালিকায়।
পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে ‘ওরা ৭ জন’-এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও সুড়ঙ্গর অভিনেতা রাশেদ মামুন অপুর নাম শোনা যাচ্ছে।
গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা। সিনেমার ঈশ্বর গানের জন্য গীতিকার সোমেশ্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ ও গায়ক রিয়াদের নাম শোনা গেছে। এ ছাড়া একই সিনেমার প্রিয়তমা গানের গায়ক-গায়িকা বালাম ও কোনালের নাম আছে সম্ভাব্য তালিকায়।
গত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি।
২ ঘণ্টা আগেভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
২ ঘণ্টা আগেঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের ‘সিতারে জমিন পার’। গত মাসেই জানা গিয়েছিল আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ করা হলো সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এতে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান; যাঁদের প্রত্যেকেই অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের।
২ ঘণ্টা আগেটালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
১৭ ঘণ্টা আগে