জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিনোদন প্রতিবেদক, ঢাকা
এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশির ভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এখন আলোচনাতে নেই সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার এগিয়ে থাকতে পারে স্বল্প বাজেটের সিনেমাগুলো।
গত নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। জানা গেছে, বোর্ড সদস্যরা তাঁদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠতে পারে গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এই বিভাগে আলোচনায় আছে গণঅর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেতে পারেন সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার রায়হান রাফী ও আদিমের পরিচালক যুবরাজ শামীম।
২০২৩ সালে কোরবানির ঈদের সময় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সে সময় এই দুই সিনেমার অভিনেতা শাকিব খান ও আফরান নিশোর মধ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সেরা অভিনেতা বিভাগেও দুই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে আছেন আফরান নিশো। অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন সুড়ঙ্গর নায়িকা তমা মির্জা। তমার সঙ্গে এই বিভাগে সাঁতাওয়ের অভিনেত্রী আইনুন পুতুল ও আদিমের সোহাগীও আছেন সম্ভাব্য তালিকায়।
পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে ‘ওরা ৭ জন’-এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও সুড়ঙ্গর অভিনেতা রাশেদ মামুন অপুর নাম শোনা যাচ্ছে।
গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা। সিনেমার ঈশ্বর গানের জন্য গীতিকার সোমেশ্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ ও গায়ক রিয়াদের নাম শোনা গেছে। এ ছাড়া একই সিনেমার প্রিয়তমা গানের গায়ক-গায়িকা বালাম ও কোনালের নাম আছে সম্ভাব্য তালিকায়।
এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশির ভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এখন আলোচনাতে নেই সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার এগিয়ে থাকতে পারে স্বল্প বাজেটের সিনেমাগুলো।
গত নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। জানা গেছে, বোর্ড সদস্যরা তাঁদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠতে পারে গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এই বিভাগে আলোচনায় আছে গণঅর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেতে পারেন সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার রায়হান রাফী ও আদিমের পরিচালক যুবরাজ শামীম।
২০২৩ সালে কোরবানির ঈদের সময় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সে সময় এই দুই সিনেমার অভিনেতা শাকিব খান ও আফরান নিশোর মধ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সেরা অভিনেতা বিভাগেও দুই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে আছেন আফরান নিশো। অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন সুড়ঙ্গর নায়িকা তমা মির্জা। তমার সঙ্গে এই বিভাগে সাঁতাওয়ের অভিনেত্রী আইনুন পুতুল ও আদিমের সোহাগীও আছেন সম্ভাব্য তালিকায়।
পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে ‘ওরা ৭ জন’-এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও সুড়ঙ্গর অভিনেতা রাশেদ মামুন অপুর নাম শোনা যাচ্ছে।
গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা। সিনেমার ঈশ্বর গানের জন্য গীতিকার সোমেশ্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ ও গায়ক রিয়াদের নাম শোনা গেছে। এ ছাড়া একই সিনেমার প্রিয়তমা গানের গায়ক-গায়িকা বালাম ও কোনালের নাম আছে সম্ভাব্য তালিকায়।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৭ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৭ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৮ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৮ ঘণ্টা আগে