গত সোমবার ভয়াবহ ঝড়ে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় বিলবোর্ড ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। সোমবারের ঘটনার পর থেকে মঙ্গলবার পর্যন্ত বেশির ভাগ উদ্ধারকাজ শেষ হয়েছিল। যদিও গত বুধবার ভেঙে পড়া বিলবোর্ডের একটা অংশ সরাতেই তাঁর নিচে দোমড়ানো-মোচড়ানো একটি গাড়ি থেকে উদ্ধার হয় এক প্রবীণ দম্পতির মরদেহ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সেই প্রবীণ দম্পতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের মামা ও মামি। গত সোমবার থেকেই খোঁজ মিলছিল না তাঁদের। ফোনেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেহ মিলল তাঁদের।
কার্তিকের মামার নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং মামি আনিতা চাঁসোরিয়া (৫৯)। অভিনেতার মামা ছিলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। ভিসা সংক্রান্ত কিছু কাজে মুম্বাইয়ে গাড়ি নিয়ে সস্ত্রীক এসেছিলেন মনোজ। সেই কাজ মিটিয়ে আবার মধ্য প্রদেশের জবলপুরে বাড়ির উদ্দেশে রওনা হন চাঁসোরিয়া দম্পতি। কিন্তু গাড়িতে পেট্রল কম থাকায় ঘাটকোপারের একটি পেট্রল পাম্পে ঢুকেছিলেন তাঁরা। তখনই ওঠে ঝড়।
পেট্রল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির ওপর আছড়ে পড়ে। তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কার্তিক আরিয়ানের আত্মীয়দের।
গতকাল বৃহস্পতিবার সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও কার্তিক আরিয়ান এই মর্মান্তিক ঘটনার বিষয়ে মুখ খোলেননি।
কার্তিক আরিয়ান ব্যস্ত আছেন কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারণায়। সম্প্রতি ছবির পোস্টার মুক্তি পেয়েছে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর ট্রেলার মুক্তি পাবে আগামীকাল শনিবার (১৮ মে)। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন।
গত সোমবার ভয়াবহ ঝড়ে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় বিলবোর্ড ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। সোমবারের ঘটনার পর থেকে মঙ্গলবার পর্যন্ত বেশির ভাগ উদ্ধারকাজ শেষ হয়েছিল। যদিও গত বুধবার ভেঙে পড়া বিলবোর্ডের একটা অংশ সরাতেই তাঁর নিচে দোমড়ানো-মোচড়ানো একটি গাড়ি থেকে উদ্ধার হয় এক প্রবীণ দম্পতির মরদেহ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সেই প্রবীণ দম্পতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের মামা ও মামি। গত সোমবার থেকেই খোঁজ মিলছিল না তাঁদের। ফোনেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেহ মিলল তাঁদের।
কার্তিকের মামার নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং মামি আনিতা চাঁসোরিয়া (৫৯)। অভিনেতার মামা ছিলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। ভিসা সংক্রান্ত কিছু কাজে মুম্বাইয়ে গাড়ি নিয়ে সস্ত্রীক এসেছিলেন মনোজ। সেই কাজ মিটিয়ে আবার মধ্য প্রদেশের জবলপুরে বাড়ির উদ্দেশে রওনা হন চাঁসোরিয়া দম্পতি। কিন্তু গাড়িতে পেট্রল কম থাকায় ঘাটকোপারের একটি পেট্রল পাম্পে ঢুকেছিলেন তাঁরা। তখনই ওঠে ঝড়।
পেট্রল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির ওপর আছড়ে পড়ে। তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কার্তিক আরিয়ানের আত্মীয়দের।
গতকাল বৃহস্পতিবার সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও কার্তিক আরিয়ান এই মর্মান্তিক ঘটনার বিষয়ে মুখ খোলেননি।
কার্তিক আরিয়ান ব্যস্ত আছেন কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারণায়। সম্প্রতি ছবির পোস্টার মুক্তি পেয়েছে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর ট্রেলার মুক্তি পাবে আগামীকাল শনিবার (১৮ মে)। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
১ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৮ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৮ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৮ ঘণ্টা আগে