ট্র্যাক্টর, টিউবওয়েল কিংবা ল্যাম্পপোস্ট নিয়ে অ্যাকশন করতে দেখা গেছে বলিউড অভিনেতা সানি দেওলকে। এবার তাঁকে অ্যাকশন করতে দেখা যাবে সিলিং ফ্যান নিয়ে। আজ সানি দেওলের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ‘জাট’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেই পোস্টারে সানিকে দেখা গেল, রক্তাক্ত অবস্থায় একটি বিশাল সিলিং ফ্যান ধরে রেখেছেন।
ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন সানি দেওল। ক্যাপশনে লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজনের সঙ্গে, ম্যাসিভ অ্যাকশনের জন্য সারা দেশেই তার অনুমতি আছে।’
জাট পরিচালনা করছেন তেলুগু নির্মাতা গোপীচাঁদ মালিনেনি। এক্সে জাট সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে সানি দেওলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গোপীচাঁদ লিখেছেন, ‘শুভ জন্মদিন অ্যাকশন সুপারস্টার সানি দেওলজি। আপনার সঙ্গে কাজ করতে পেরে এবং আপনাকে জাট হিসাবে উপস্থাপন করতে পেরে সম্মানিত। এমন সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
পোস্টার প্রকাশের পর প্রিয় অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন সানি দেওলের ভক্তরা। বিপরীত চিত্রও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সানির হাতে সিলিং ফ্যান দেখে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘তাঁর হাতে কি সত্যিই ওটা ফ্যান? আমি হাওয়ায় উড়ে গেলাম!’ কেউ বলছেন, সিনেমার পোস্টারের মান ভালো হয়নি।
জাট সিনেমায় আরও আছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের প্রমুখ। হায়দারাবাদে চলছে শুটিং। পোস্টার রিলিজ হলেও সিনেমার গল্প নিয়ে এখনও কোনো কথা বলতে রাজি নন নির্মাতা।
আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।
ট্র্যাক্টর, টিউবওয়েল কিংবা ল্যাম্পপোস্ট নিয়ে অ্যাকশন করতে দেখা গেছে বলিউড অভিনেতা সানি দেওলকে। এবার তাঁকে অ্যাকশন করতে দেখা যাবে সিলিং ফ্যান নিয়ে। আজ সানি দেওলের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ‘জাট’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেই পোস্টারে সানিকে দেখা গেল, রক্তাক্ত অবস্থায় একটি বিশাল সিলিং ফ্যান ধরে রেখেছেন।
ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন সানি দেওল। ক্যাপশনে লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজনের সঙ্গে, ম্যাসিভ অ্যাকশনের জন্য সারা দেশেই তার অনুমতি আছে।’
জাট পরিচালনা করছেন তেলুগু নির্মাতা গোপীচাঁদ মালিনেনি। এক্সে জাট সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে সানি দেওলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গোপীচাঁদ লিখেছেন, ‘শুভ জন্মদিন অ্যাকশন সুপারস্টার সানি দেওলজি। আপনার সঙ্গে কাজ করতে পেরে এবং আপনাকে জাট হিসাবে উপস্থাপন করতে পেরে সম্মানিত। এমন সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
পোস্টার প্রকাশের পর প্রিয় অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন সানি দেওলের ভক্তরা। বিপরীত চিত্রও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সানির হাতে সিলিং ফ্যান দেখে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘তাঁর হাতে কি সত্যিই ওটা ফ্যান? আমি হাওয়ায় উড়ে গেলাম!’ কেউ বলছেন, সিনেমার পোস্টারের মান ভালো হয়নি।
জাট সিনেমায় আরও আছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের প্রমুখ। হায়দারাবাদে চলছে শুটিং। পোস্টার রিলিজ হলেও সিনেমার গল্প নিয়ে এখনও কোনো কথা বলতে রাজি নন নির্মাতা।
আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
৯ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে