Ajker Patrika

পঞ্চায়েত সিরিজের নতুন সিজনের ঘোষণা

বিনোদন ডেস্ক
পঞ্চায়েত সিরিজের পোস্টার। ছবি: সংগৃহীত
পঞ্চায়েত সিরিজের পোস্টার। ছবি: সংগৃহীত

গত মাসেই মুক্তি পেয়েছে পঞ্চায়েত ওয়েব সিরিজের চতুর্থ সিজন। ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোটের আবহ নিয়ে তৈরি এই সিজন নিয়ে এখনো চলছে আলোচনা। এর মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফ ঘোষণা দিল নতুন সিজনের। ২০২৬ সালে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ৫’।

পঞ্চায়েতের চতুর্থ সিজনের গল্পে ফুলেরা গ্রামপঞ্চায়েতের নির্বাচনে ক্রান্তিদেবির কাছে ৭৩ ভোটে হেরে যান মঞ্জু দেবি। তাই পঞ্চম সিজনের প্রেক্ষাপট হবে হেরে যাওয়া দলের ঘুরে দাঁড়ানোর কাহিনি। নির্মাতারাও জানালেন, মঞ্জু দেবির ঘুরে দাঁড়ানোর গল্পেই তৈরি হচ্ছে এবারের চিত্রনাট্য। এ ছাড়া নতুন সিজনে সচিবজি ও রিঙ্কির প্রেমটাও বেশ জমে উঠেছে। তাদের প্রেমটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটাও নজরে থাকবে দর্শকদের। কারণ, কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, রিঙ্কি চরিত্রে অভিনয় করা সানভিকা সচিব চরিত্রের অভিনেতা জীতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল।

২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে সে। ফিরে আসা আর হয় না তার।

পঞ্চায়েতের প্রতিটি সিজন নিয়ে তৈরি হয়েছে আলোচনা। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ-পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত