বিনোদন ডেস্ক
গত মাসেই মুক্তি পেয়েছে পঞ্চায়েত ওয়েব সিরিজের চতুর্থ সিজন। ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোটের আবহ নিয়ে তৈরি এই সিজন নিয়ে এখনো চলছে আলোচনা। এর মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফ ঘোষণা দিল নতুন সিজনের। ২০২৬ সালে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ৫’।
পঞ্চায়েতের চতুর্থ সিজনের গল্পে ফুলেরা গ্রামপঞ্চায়েতের নির্বাচনে ক্রান্তিদেবির কাছে ৭৩ ভোটে হেরে যান মঞ্জু দেবি। তাই পঞ্চম সিজনের প্রেক্ষাপট হবে হেরে যাওয়া দলের ঘুরে দাঁড়ানোর কাহিনি। নির্মাতারাও জানালেন, মঞ্জু দেবির ঘুরে দাঁড়ানোর গল্পেই তৈরি হচ্ছে এবারের চিত্রনাট্য। এ ছাড়া নতুন সিজনে সচিবজি ও রিঙ্কির প্রেমটাও বেশ জমে উঠেছে। তাদের প্রেমটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটাও নজরে থাকবে দর্শকদের। কারণ, কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, রিঙ্কি চরিত্রে অভিনয় করা সানভিকা সচিব চরিত্রের অভিনেতা জীতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল।
২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে সে। ফিরে আসা আর হয় না তার।
পঞ্চায়েতের প্রতিটি সিজন নিয়ে তৈরি হয়েছে আলোচনা। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ-পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ।
গত মাসেই মুক্তি পেয়েছে পঞ্চায়েত ওয়েব সিরিজের চতুর্থ সিজন। ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোটের আবহ নিয়ে তৈরি এই সিজন নিয়ে এখনো চলছে আলোচনা। এর মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফ ঘোষণা দিল নতুন সিজনের। ২০২৬ সালে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ৫’।
পঞ্চায়েতের চতুর্থ সিজনের গল্পে ফুলেরা গ্রামপঞ্চায়েতের নির্বাচনে ক্রান্তিদেবির কাছে ৭৩ ভোটে হেরে যান মঞ্জু দেবি। তাই পঞ্চম সিজনের প্রেক্ষাপট হবে হেরে যাওয়া দলের ঘুরে দাঁড়ানোর কাহিনি। নির্মাতারাও জানালেন, মঞ্জু দেবির ঘুরে দাঁড়ানোর গল্পেই তৈরি হচ্ছে এবারের চিত্রনাট্য। এ ছাড়া নতুন সিজনে সচিবজি ও রিঙ্কির প্রেমটাও বেশ জমে উঠেছে। তাদের প্রেমটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটাও নজরে থাকবে দর্শকদের। কারণ, কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, রিঙ্কি চরিত্রে অভিনয় করা সানভিকা সচিব চরিত্রের অভিনেতা জীতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল।
২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে সে। ফিরে আসা আর হয় না তার।
পঞ্চায়েতের প্রতিটি সিজন নিয়ে তৈরি হয়েছে আলোচনা। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ-পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ।
বলিউডে পা রাখার আগেই অভিনয় দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তাঁর কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র..
১৮ ঘণ্টা আগে‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তাঁর মত প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি...
১৮ ঘণ্টা আগে২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম..
২১ ঘণ্টা আগে