ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’। একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। এদিকে গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ এনেছেন একাধিক কর্মী। জানা গেছে, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। আলোচনার মাঝেই বলিউড হাঙ্গামার খবর, বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন। ২৫০ কোটি রুপিতে ভবনটি বিক্রি করে দেনা পরিশোধে উদ্যোগী হচ্ছেন বাসু ভগনানি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
কোভিড মহামারির পর ‘বেল বটম’ সিনেমা নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠানটি। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে মাত্র ৫০ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠানটির পরবর্তী বড় বাজেটের সিনেমা ‘মিশন রানীগঞ্জ’। সিনেমাটিতেও প্রধান চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়াকে। সিনেমাটিও বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি।
এরপর প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খায় ‘গণপথ’ সিনেমায়। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন অভিনীত সিনেমার বাজেট ছিল প্রায় ১৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে মাত্র ১৩ কোটি রুপি। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চুক্তি করেও সিনেমাটি কেনেনি।
তবে প্রতিষ্ঠানটির কফিনে শেষ পেরেক একসঙ্গে ঠোকেন অক্ষয়-টাইগার। ‘পূজা এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ৩৫০ কোটি রুপির বড় বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে আয় করে মাত্র ১১০ কোটি রুপি। বলা যায় এরপরই কার্যত পঙ্গু হয়ে যায় প্রতিষ্ঠানটি। দেনা পরিশোধের জন্য ভবন বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রতিষ্ঠানটির হাতে।
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে।
ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’। একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। এদিকে গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ এনেছেন একাধিক কর্মী। জানা গেছে, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। আলোচনার মাঝেই বলিউড হাঙ্গামার খবর, বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন। ২৫০ কোটি রুপিতে ভবনটি বিক্রি করে দেনা পরিশোধে উদ্যোগী হচ্ছেন বাসু ভগনানি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
কোভিড মহামারির পর ‘বেল বটম’ সিনেমা নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠানটি। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে মাত্র ৫০ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠানটির পরবর্তী বড় বাজেটের সিনেমা ‘মিশন রানীগঞ্জ’। সিনেমাটিতেও প্রধান চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়াকে। সিনেমাটিও বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি।
এরপর প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খায় ‘গণপথ’ সিনেমায়। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন অভিনীত সিনেমার বাজেট ছিল প্রায় ১৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে মাত্র ১৩ কোটি রুপি। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চুক্তি করেও সিনেমাটি কেনেনি।
তবে প্রতিষ্ঠানটির কফিনে শেষ পেরেক একসঙ্গে ঠোকেন অক্ষয়-টাইগার। ‘পূজা এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ৩৫০ কোটি রুপির বড় বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে আয় করে মাত্র ১১০ কোটি রুপি। বলা যায় এরপরই কার্যত পঙ্গু হয়ে যায় প্রতিষ্ঠানটি। দেনা পরিশোধের জন্য ভবন বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রতিষ্ঠানটির হাতে।
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
৬ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
৬ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
৬ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
৬ ঘণ্টা আগে