ফ্যাশন শো
বিনোদন ডেস্ক
মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক লাগিয়ে দিতে। সে কারণে কোন তারকা কী পোশাক পরলেন মেট গালায়, তা নিয়ে সবার থাকে ব্যাপক আগ্রহ। গত আসরে এ আয়োজনে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন আলিয়া ভাট। এবার আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও কিয়ারা আদভানি। দুজনেরই প্রথম পা পড়ল মেট গালায়।
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এবার মেট গালায় আমন্ত্রণ পান শাহরুখ খান। কালো তাঁর পছন্দের রং। তাই মেট গালায় প্রথম পা রাখার এই স্মরণীয় মুহূর্তে কালো স্যুটই বেছে নিয়েছেন শাহরুখ। গলাভর্তি গয়না। সবচেয়ে নজর কেড়েছে ‘কে’ লেখা পেনডেন্ট। তাঁর হাতে ছিল বাঘের মুখাবয়বের ডিজাইনে তৈরি বাহারি লাঠি। শাহরুখের এই পোশাকের ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
মেট গালার রেড কার্পেটে শাহরুখ বলেন, ‘আমি এখানে এসে অনেকটা নার্ভাস, একই সঙ্গে এক্সাইটেড। আমি খুব বেশি রেড কার্পেটে অংশ নিইনি, খানিকটা লজ্জা পাই। আমার বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত থাকে। তাদের কারণেই আমি এখানে এসেছি।’
মেট গালায় এবার প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জও ছিলেন। তবে তাঁদের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন কিয়ারা আদভানি। মেট গালার মঞ্চে তাঁরও অভিষেক হলো এবার। বেবি বাম্প নিয়েই রেড কার্পেটে হেঁটেছেন কিয়ারা। গত ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মেট গালার রেড কার্পেটেই প্রথম অন্তঃসত্ত্বা লুক প্রকাশ্যে এল তাঁর। গৌরব গুপ্তার ডিজাইন করা কালো ও সোনালি পোশাকে দীপ্তি ছড়িয়েছেন কিয়ারা।
মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক লাগিয়ে দিতে। সে কারণে কোন তারকা কী পোশাক পরলেন মেট গালায়, তা নিয়ে সবার থাকে ব্যাপক আগ্রহ। গত আসরে এ আয়োজনে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন আলিয়া ভাট। এবার আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও কিয়ারা আদভানি। দুজনেরই প্রথম পা পড়ল মেট গালায়।
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এবার মেট গালায় আমন্ত্রণ পান শাহরুখ খান। কালো তাঁর পছন্দের রং। তাই মেট গালায় প্রথম পা রাখার এই স্মরণীয় মুহূর্তে কালো স্যুটই বেছে নিয়েছেন শাহরুখ। গলাভর্তি গয়না। সবচেয়ে নজর কেড়েছে ‘কে’ লেখা পেনডেন্ট। তাঁর হাতে ছিল বাঘের মুখাবয়বের ডিজাইনে তৈরি বাহারি লাঠি। শাহরুখের এই পোশাকের ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
মেট গালার রেড কার্পেটে শাহরুখ বলেন, ‘আমি এখানে এসে অনেকটা নার্ভাস, একই সঙ্গে এক্সাইটেড। আমি খুব বেশি রেড কার্পেটে অংশ নিইনি, খানিকটা লজ্জা পাই। আমার বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত থাকে। তাদের কারণেই আমি এখানে এসেছি।’
মেট গালায় এবার প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জও ছিলেন। তবে তাঁদের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন কিয়ারা আদভানি। মেট গালার মঞ্চে তাঁরও অভিষেক হলো এবার। বেবি বাম্প নিয়েই রেড কার্পেটে হেঁটেছেন কিয়ারা। গত ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মেট গালার রেড কার্পেটেই প্রথম অন্তঃসত্ত্বা লুক প্রকাশ্যে এল তাঁর। গৌরব গুপ্তার ডিজাইন করা কালো ও সোনালি পোশাকে দীপ্তি ছড়িয়েছেন কিয়ারা।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে