Ajker Patrika

পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল বানানোর আবেদন, আদালতে খারিজ

পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল বানানোর আবেদন, আদালতে খারিজ

কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কাপুরের জন্ম পাকিস্তানে। তিনি সেখানে যে বাড়িতে জন্ম নিয়েছিলেন তা ভেঙে শপিং মল বানানোর আবেদন করেছিলেন বাড়িটির বর্তমান মালিক। কিন্তু তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ‘এই হাভেলি এখন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে জায়গা নিয়েছে, তাই তা কোনোভাবেই ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে।’ সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন। এর আগে অভিনেতা দিলীপ কুমারের বাড়িও এভাবে রক্ষা করেছিল আদালত।

খাইবার পাখতুন প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতকে বলেছিলেন যে প্রাদেশিক প্রত্নতত্ত্ব বিভাগ ২০১৬ সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কাপুর হাভেলিকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। এই বিষয়ে, বিচারপতি শাকুর প্রত্নতত্ত্ব বিভাগকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের কাছে এমন কোনও নথি বা প্রমাণ আছে যা নির্দেশ করে যে রাজ কাপুর পরিবার কখনো হাভেলিতে বাস করেছিলেন।

তবে আবেদনকারীর আইনজীবী সাঈদ মুহম্মদ সাবাহউদ্দিন খট্টক আদালতকে বলেন, তার আবেদনকারীর বাবা প্রতিযোগিতামূলক দরপত্রে ১৯৬৯ সালে একটি নিলামের প্রাসাদটি কিনেছিলেন ও এর মূল্য পরিশোধ করেছিলেন এবং অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তিনি এর নিরঙ্কুশ মালিক ছিলেন।

তিনি আরও দাবি করেন যে প্রয়াত রাজ কাপুর এবং তাঁর পরিবার এই সম্পত্তির মালিক ছিলেন বা থাকতেন তা প্রমাণ করার জন্য প্রাদেশিক সরকারের কোনও বিভাগের কাছে কোনও নথি নেই।

এর আগে কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদারের বিরুদ্ধে বাড়ি বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ অস্বীকার করে কাদার জানিয়েছিলেন, তিনিই বরং প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে এই বাড়ির দায়িত্ব সরকারকে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন, নতুন দায়িত্বে আসছেন সিয়াম

সুচিত্রা সেনের নাম বাদ দিয়ে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত