বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।
জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
৪ ঘণ্টা আগেক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। উইকেন্ডে হবে এই অনুষ্ঠান। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।
১০ ঘণ্টা আগেএক জোড়া জুতার গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। এতে কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। গল্প বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে।
১৩ ঘণ্টা আগেজয়া আহসানকে কেন টালিউডের সিনেমায় নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে, এ প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস। শুধু তা-ই নয়, জয়া আহসানসহ বাংলাদেশের শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
১৫ ঘণ্টা আগে