বিনোদন ডেস্ক
গতকাল মঙ্গলবার ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন মীরা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের অজস্র স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা।
পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে তাঁর বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়াকে দেখা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন।
জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সংগীত ও ককটেল পার্টির আসর। এর আগেই বিকেল ৫টা থেকে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১২ মার্চ বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টের পুল সাইডে হয় দুজনের মালাবদল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।
‘গ্যাং অব ঘোস্ট’, ‘১৯২০ লন্ডন’, ‘সেকশন ৩৭৫’, ‘সফেদ’-এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া।
গতকাল মঙ্গলবার ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন মীরা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের অজস্র স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা।
পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে তাঁর বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়াকে দেখা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন।
জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সংগীত ও ককটেল পার্টির আসর। এর আগেই বিকেল ৫টা থেকে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১২ মার্চ বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টের পুল সাইডে হয় দুজনের মালাবদল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।
‘গ্যাং অব ঘোস্ট’, ‘১৯২০ লন্ডন’, ‘সেকশন ৩৭৫’, ‘সফেদ’-এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৫ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৩ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৭ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৭ ঘণ্টা আগে