গতকাল মঙ্গলবার ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন মীরা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের অজস্র স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা।
পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে তাঁর বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়াকে দেখা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন।
জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সংগীত ও ককটেল পার্টির আসর। এর আগেই বিকেল ৫টা থেকে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১২ মার্চ বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টের পুল সাইডে হয় দুজনের মালাবদল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।
‘গ্যাং অব ঘোস্ট’, ‘১৯২০ লন্ডন’, ‘সেকশন ৩৭৫’, ‘সফেদ’-এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া।
গতকাল মঙ্গলবার ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন মীরা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে মীরা লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের অজস্র স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা।
পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই। তবে তাঁর বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়াকে দেখা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া উপস্থিত ছিলেন।
জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে গত ১১ মার্চ সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সংগীত ও ককটেল পার্টির আসর। এর আগেই বিকেল ৫টা থেকে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এরপর ১২ মার্চ বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টের পুল সাইডে হয় দুজনের মালাবদল এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।
‘গ্যাং অব ঘোস্ট’, ‘১৯২০ লন্ডন’, ‘সেকশন ৩৭৫’, ‘সফেদ’-এর মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১০ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৫ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৫ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৫ ঘণ্টা আগে