Ajker Patrika

করোনাকে পাত্তাই দিচ্ছেন না কঙ্গনা

আপডেট : ০৯ মে ২০২১, ১৭: ২৪
করোনাকে পাত্তাই দিচ্ছেন না কঙ্গনা

বিতর্কিত মন্তব্য করে টুইটারে নিষিদ্ধ হলেও থেমে নেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ইনস্টাগ্রামে সরব হয়েছেন। ওই সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার সকালে জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত।

তবে করোনাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী। বলছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

কয়েকদিন ধরে তিনি হালকা জ্বরে ভুগছিলেন। অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন। সঙ্গে ছিল চোখ জ্বালা। হিমাচলে নিজের বাড়িতে যাওয়ার আগে পরীক্ষা করিয়েছিলেন। তাতেই শরীরে ধরা পড়ে করোনা। এরপর থেকে বাসায় বিচ্ছিন্ন আছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ধ্যান করা অবস্থায় নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এই ভাইরাসকে শক্তিশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের।’

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম

চার দিন আগে কঙ্গনার টুইটার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে। এরপর তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে বিকল্পের ঘাটতি নেই। অন্যমাধ্যমে নিজের মতামত প্রকাশ করবেন। বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম।

সেখানেই সম্প্রতি তাঁর আরেকটি মন্তব্য নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। কঙ্গনা বলেছেন, ‘ভারতে অক্সিজেনের চাইতে ধর্মের প্রয়োজন বেশি।’

এমন সময়ে তিনি এই মন্তব্য করেছেন, যখন ভারতে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। অক্সিজেনের অভাবে প্রতিদিন অসংখ্য করোনা আক্রান্ত মানুষের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কঙ্গনা বলছেন, ‘ভারতে আর অক্সিজেনের প্রয়োজন নেই। ভগবানের ভয় পাওয়া দরকার এখানে। প্রয়োজন ধর্মের। দেশে চোর ভর্তি। তাই মানবজাতির প্রয়োজন মানবিকতা, অক্সিজেন নয়।’

সমাধানও দিয়ে দিচ্ছেন এই ‘কন্ট্রোভার্সি কুইন’, ‘যাঁদের শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তাঁরা দয়াকরে একটি কাজ করুন। গাছ লাগান। আর যদি সেটি করতে না পারেন, অন্তত গাছ কাটা বন্ধ করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত