বিনোদন ডেস্ক
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১১ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১১ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১১ ঘণ্টা আগে