বিনোদন ডেস্ক
এক বছর পর আবারও নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন ইয়ামি গৌতম। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘ধুমধাম’। অ্যাকশন-কমেডি সিনেমার গল্পটি তৈরি হয়েছে এক নবদম্পতিকে ঘিরে। বানিয়েছেন ঋষভ শেঠ। ইয়ামি এখন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আগের চেয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাঁর।
গত বছর মে মাসে মা হয়েছেন ইয়ামি। এ কারণেই এক বছরের বেশি সময় পর্দায় দেখা যায়নি তাঁকে। যদিও ক্যারিয়ারজুড়েই তিনি কাজ করেছেন বেছে বেছে। এই প্রসঙ্গে ইয়ামি বলেন, ‘আমি সব সময় ভালো কাজের অপেক্ষায় থাকি। ভাগ্যে থাকলে ভালো কাজ পাব, এই যুক্তিতে বিশ্বাস করি আমি। অনেকে প্রশ্ন করেন, আমি কি খুঁতখুঁতে? বা চরিত্র বাছাইয়ে বেশি চিন্তাভাবনা করি? আগে এ ধরনের প্রশ্ন করলে বুঝতাম না, কী উত্তর দেব। এখন আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারি, ভালো চরিত্রের খোঁজে সব সময় ছিলাম, এখনো আছি। প্রথম প্রথম কারও মুখের ওপর না বলার সাহস ছিল না। এখন বলতে পারি। আত্মবিশ্বাস বেড়েছে। তাই চরিত্র অপছন্দ হলে না বলতে পারি।’
মাতৃত্বের সময় নিয়েও কথা বলেছেন ইয়ামি। তিনি বলেন, ‘জীবনের সুখকর অনুভূতি মাতৃত্ব। একজন মা আর তার সন্তানের মাঝখানে আর কেউ আসতে পারে না। মাতৃত্বের অনুভূতিটা আরও প্রবল হয় নিজে মা হওয়ার পর। তবে আমি যেহেতু অভিনেত্রী, তাই সন্তানকে ঘরে রেখে বাইরে যেতে হয়। কাজ আর মায়ের দায়িত্বের মধ্যে ব্যালান্স রাখাটা কঠিন হলেও খুব জরুরি।’
নিজের নতুন সিনেমা ধুমধাম নিয়ে আশাবাদী অভিনেত্রী। ইয়ামি বলেন, ‘একটি সিনেমা নির্ভর করে ভালো গল্প আর লেখনীর ওপর। এ জন্য লেখককে যেমন পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন, তেমনি নির্মাতাকেও সময় দেওয়া প্রয়োজন। আর অভিনয়শিল্পীদের উচিত পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মেধার পুরোটা দিয়ে কাজ করা। তবেই একটা ভালো সিনেমা তৈরি সম্ভব হয়। যেমনটা হয়েছে ধুমধামের ক্ষেত্রে। দারুণ একটা সিনেমা হয়েছে।’
ধুমধাম সিনেমায় ইয়ামির বিপরীতে আছেন প্রতীক গান্ধী। আরও আছেন এজাজ খান, পবিত্র সরকার প্রমুখ।
এক বছর পর আবারও নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন ইয়ামি গৌতম। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘ধুমধাম’। অ্যাকশন-কমেডি সিনেমার গল্পটি তৈরি হয়েছে এক নবদম্পতিকে ঘিরে। বানিয়েছেন ঋষভ শেঠ। ইয়ামি এখন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আগের চেয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাঁর।
গত বছর মে মাসে মা হয়েছেন ইয়ামি। এ কারণেই এক বছরের বেশি সময় পর্দায় দেখা যায়নি তাঁকে। যদিও ক্যারিয়ারজুড়েই তিনি কাজ করেছেন বেছে বেছে। এই প্রসঙ্গে ইয়ামি বলেন, ‘আমি সব সময় ভালো কাজের অপেক্ষায় থাকি। ভাগ্যে থাকলে ভালো কাজ পাব, এই যুক্তিতে বিশ্বাস করি আমি। অনেকে প্রশ্ন করেন, আমি কি খুঁতখুঁতে? বা চরিত্র বাছাইয়ে বেশি চিন্তাভাবনা করি? আগে এ ধরনের প্রশ্ন করলে বুঝতাম না, কী উত্তর দেব। এখন আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারি, ভালো চরিত্রের খোঁজে সব সময় ছিলাম, এখনো আছি। প্রথম প্রথম কারও মুখের ওপর না বলার সাহস ছিল না। এখন বলতে পারি। আত্মবিশ্বাস বেড়েছে। তাই চরিত্র অপছন্দ হলে না বলতে পারি।’
মাতৃত্বের সময় নিয়েও কথা বলেছেন ইয়ামি। তিনি বলেন, ‘জীবনের সুখকর অনুভূতি মাতৃত্ব। একজন মা আর তার সন্তানের মাঝখানে আর কেউ আসতে পারে না। মাতৃত্বের অনুভূতিটা আরও প্রবল হয় নিজে মা হওয়ার পর। তবে আমি যেহেতু অভিনেত্রী, তাই সন্তানকে ঘরে রেখে বাইরে যেতে হয়। কাজ আর মায়ের দায়িত্বের মধ্যে ব্যালান্স রাখাটা কঠিন হলেও খুব জরুরি।’
নিজের নতুন সিনেমা ধুমধাম নিয়ে আশাবাদী অভিনেত্রী। ইয়ামি বলেন, ‘একটি সিনেমা নির্ভর করে ভালো গল্প আর লেখনীর ওপর। এ জন্য লেখককে যেমন পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন, তেমনি নির্মাতাকেও সময় দেওয়া প্রয়োজন। আর অভিনয়শিল্পীদের উচিত পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মেধার পুরোটা দিয়ে কাজ করা। তবেই একটা ভালো সিনেমা তৈরি সম্ভব হয়। যেমনটা হয়েছে ধুমধামের ক্ষেত্রে। দারুণ একটা সিনেমা হয়েছে।’
ধুমধাম সিনেমায় ইয়ামির বিপরীতে আছেন প্রতীক গান্ধী। আরও আছেন এজাজ খান, পবিত্র সরকার প্রমুখ।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
২ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
২ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৩ ঘণ্টা আগে