মানসিকভাবে প্রস্তুত না হয়ে সিনেমার পর্দায় ফিরতে চান না বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি পাঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা থ্রি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে আমির তাঁর ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে কথা বলেছেন।
আমিরকে নতুন লুকে দেখা যাওয়ায় তাকে সেখানে জিজ্ঞেস করা হয় তিনি পর্দায় ফিরছেন কি না। জবাবে আমির বলেন, ‘লুক বদলাইনি। এসব কিছুই না। আমি শুধু শেভ করছি না। চুলও কাটছি না।’
আমিরকে আরও জিজ্ঞেস করা হয় তিনি কেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি? উত্তরে আমির বলেন, ‘আজ আমাদের শুধু ‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমা নিয়ে কথা বলা উচিত। তবু আপনারা যেহেতু প্রশ্ন করছেন, সেহেতু উত্তরটা আমি দিয়েই দিই। আমি এখনো কোনো সিনেমা করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটাই ভালো লাগছে। আমি আবার যখন মানসিকভাবে কোনো সিনেমার জন্য প্রস্তুত হব, তখন নিশ্চয়ই কোনো সিনেমায় কাজ করব।’
‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমায় দেখা যাবে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া, কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে।
মানসিকভাবে প্রস্তুত না হয়ে সিনেমার পর্দায় ফিরতে চান না বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি পাঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা থ্রি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে আমির তাঁর ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে কথা বলেছেন।
আমিরকে নতুন লুকে দেখা যাওয়ায় তাকে সেখানে জিজ্ঞেস করা হয় তিনি পর্দায় ফিরছেন কি না। জবাবে আমির বলেন, ‘লুক বদলাইনি। এসব কিছুই না। আমি শুধু শেভ করছি না। চুলও কাটছি না।’
আমিরকে আরও জিজ্ঞেস করা হয় তিনি কেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি? উত্তরে আমির বলেন, ‘আজ আমাদের শুধু ‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমা নিয়ে কথা বলা উচিত। তবু আপনারা যেহেতু প্রশ্ন করছেন, সেহেতু উত্তরটা আমি দিয়েই দিই। আমি এখনো কোনো সিনেমা করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটাই ভালো লাগছে। আমি আবার যখন মানসিকভাবে কোনো সিনেমার জন্য প্রস্তুত হব, তখন নিশ্চয়ই কোনো সিনেমায় কাজ করব।’
‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমায় দেখা যাবে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া, কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে।
হঠাৎ করে নেট দুনিয়ায় খবর ছড়িয়ে পরে, পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অবশেষে গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে এসে পরীমণি জানান তিনি বেঁচে আছেন...
১১ ঘণ্টা আগেজামিনে বের হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে কী লিখেছেন এই অভিনেত্রী?
১২ ঘণ্টা আগে২০২২ সালে শেষ হয়েছিল শাহিন সুমনের ‘কুস্তিগীর’ সিনেমার কাজ। ওই বছরেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। এরপর মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ছাড়পত্র পাওয়ার তিন বছর পর আলোর মুখ দেখছে কুস্তিগীর।
২০ ঘণ্টা আগেকরোনার ধাক্কা, লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘট সামলে ২০২৪ সালে স্বরূপে ফিরবে হলিউড—এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু সত্যিকার অর্থে গত বছরটা হলিউডের জন্য খুব সুবিধার যায়নি। বিশেষ করে সুপারহিরো সিনেমার ভরাডুবি ছিল চোখে পড়ার মতো।
২০ ঘণ্টা আগে