বিনোদন প্রতিবেদক, ঢাকা
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামের নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ।
দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা মোমেনা চৌধুরী এই প্রথম মঞ্চের জন্য কোনো নাটক লিখেছেন। তিনি বলেন, ‘আগে টুকটাক লিখতাম। করোনার সময় কোয়ান্টাম ওয়েবসাইটে ১৯টি ছোটগল্প লিখেছিলাম। সেখান থেকেই নাটক লেখার সাহস পেলাম।’ আত্মহত্যা থেকে মানুষকে নিরুৎসাহিত করার প্রেক্ষাপটে তৈরি হয়েছে আত্মজয়।
মোমেনা চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ে যে অস্থিরতা, মানুষের চাওয়া-পাওয়া, আর্থসামাজিক অবস্থা—সবকিছু মিলিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন সময় খবর পাই, ছোট ছোট বিষয় নিয়ে মানুষ আত্মহত্যা করছে। মানুষকে আত্মহত্যা থেকে নিরুৎসাহিত করার জন্যই আত্মজয় লেখা। আত্মজয়ের জন্য চাই আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস থাকলে আমরা এগিয়ে যেতে পারব। এই বিষয়টাই উঠে এসেছে নাটকটিতে।’
আত্মজয় নাটকে মমতাজ বেগম চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ। একসময় ‘সুবচন’ ও ‘বটতলা’ নাট্যদলের হয়ে মঞ্চে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। মৌ বলেন, ‘সব সময় মঞ্চে অভিনয় করতে ইচ্ছা করে। কিন্তু টিভি নাটকে নিয়মিত অভিনয় করার ফলে মঞ্চের জন্য সময় বের করাটা কঠিন হয়ে যায়। অনেক দিন পর মঞ্চে আবারও অভিনয় করব ভেবে খুব ভালো লাগছে।’
আত্মজয় নাটকে আরও অভিনয় করেছেন রাফিউল রকি, আনুশকা দেবনাথ, মিতু রহমান, তানভীর সানি ও মোমেনা চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, আবহ সংগীত করেছেন নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা।
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামের নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ।
দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা মোমেনা চৌধুরী এই প্রথম মঞ্চের জন্য কোনো নাটক লিখেছেন। তিনি বলেন, ‘আগে টুকটাক লিখতাম। করোনার সময় কোয়ান্টাম ওয়েবসাইটে ১৯টি ছোটগল্প লিখেছিলাম। সেখান থেকেই নাটক লেখার সাহস পেলাম।’ আত্মহত্যা থেকে মানুষকে নিরুৎসাহিত করার প্রেক্ষাপটে তৈরি হয়েছে আত্মজয়।
মোমেনা চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ে যে অস্থিরতা, মানুষের চাওয়া-পাওয়া, আর্থসামাজিক অবস্থা—সবকিছু মিলিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন সময় খবর পাই, ছোট ছোট বিষয় নিয়ে মানুষ আত্মহত্যা করছে। মানুষকে আত্মহত্যা থেকে নিরুৎসাহিত করার জন্যই আত্মজয় লেখা। আত্মজয়ের জন্য চাই আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস থাকলে আমরা এগিয়ে যেতে পারব। এই বিষয়টাই উঠে এসেছে নাটকটিতে।’
আত্মজয় নাটকে মমতাজ বেগম চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ। একসময় ‘সুবচন’ ও ‘বটতলা’ নাট্যদলের হয়ে মঞ্চে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। মৌ বলেন, ‘সব সময় মঞ্চে অভিনয় করতে ইচ্ছা করে। কিন্তু টিভি নাটকে নিয়মিত অভিনয় করার ফলে মঞ্চের জন্য সময় বের করাটা কঠিন হয়ে যায়। অনেক দিন পর মঞ্চে আবারও অভিনয় করব ভেবে খুব ভালো লাগছে।’
আত্মজয় নাটকে আরও অভিনয় করেছেন রাফিউল রকি, আনুশকা দেবনাথ, মিতু রহমান, তানভীর সানি ও মোমেনা চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, আবহ সংগীত করেছেন নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
২ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৫ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৬ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৮ ঘণ্টা আগে