বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা। ৮ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হবে এবারের উৎসব। চার দিনব্যাপী এই উৎসবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে চার দলের চারটি নাটক। এ বছর স্মারক সম্মাননা প্রদান করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রয়াত চেয়ারম্যান ড. আফসার আহমদ এবং মঞ্চ ও আলোক পরিকল্পক মো. সাইফুল ইসলামকে।
৮ মে উদ্বোধনী দিনে জাহাঙ্গীনগর থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ। ৯ মে প্রদর্শিত হবে পদাতিক নাট্য সংসদের ৩৬তম প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’। অনুবাদ সৈয়দ শামসুল হক, নির্দেশনা সুদীপ চক্রবর্তী। সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরছিল। পথে এক রহস্যময় শক্তি তার পথ আটকে ভবিষ্যদ্বাণী করে, একসময় ম্যাকবেথ হবে কডোর প্রধান। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারে সেই ঘটনা। তার মাঝে জন্ম নেয় উচ্চাকাঙ্ক্ষা। রাজা ডানকানকে হত্যার জন্য সে ম্যাকবেথকে প্ররোচিত করে। পরে রাজাকে হত্যা করে সিংহাসনে বসে ম্যাকবেথ।
উৎসবের তৃতীয় দিনে দেখা যাবে এক্টোম্যানিয়ার দ্বিতীয় প্রযোজনা ‘দ্য ম্যান আউটসাইড’। জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’ এর অনুবাদ করেছেন মামুন হক, নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে।
উৎসবের শেষ দিন ১১ মে প্রদর্শিত হবে নাট্যতীর্থের ‘দ্বীপ’। উৎপল দত্তের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ। আদর্শচ্যুত হয়ে কীভাবে মানুষই মানুষের ক্ষতি করে, তা উঠে এসেছে এই নাটকের গল্পে।
ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা। ৮ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হবে এবারের উৎসব। চার দিনব্যাপী এই উৎসবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে চার দলের চারটি নাটক। এ বছর স্মারক সম্মাননা প্রদান করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রয়াত চেয়ারম্যান ড. আফসার আহমদ এবং মঞ্চ ও আলোক পরিকল্পক মো. সাইফুল ইসলামকে।
৮ মে উদ্বোধনী দিনে জাহাঙ্গীনগর থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ। ৯ মে প্রদর্শিত হবে পদাতিক নাট্য সংসদের ৩৬তম প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’। অনুবাদ সৈয়দ শামসুল হক, নির্দেশনা সুদীপ চক্রবর্তী। সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরছিল। পথে এক রহস্যময় শক্তি তার পথ আটকে ভবিষ্যদ্বাণী করে, একসময় ম্যাকবেথ হবে কডোর প্রধান। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারে সেই ঘটনা। তার মাঝে জন্ম নেয় উচ্চাকাঙ্ক্ষা। রাজা ডানকানকে হত্যার জন্য সে ম্যাকবেথকে প্ররোচিত করে। পরে রাজাকে হত্যা করে সিংহাসনে বসে ম্যাকবেথ।
উৎসবের তৃতীয় দিনে দেখা যাবে এক্টোম্যানিয়ার দ্বিতীয় প্রযোজনা ‘দ্য ম্যান আউটসাইড’। জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’ এর অনুবাদ করেছেন মামুন হক, নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে।
উৎসবের শেষ দিন ১১ মে প্রদর্শিত হবে নাট্যতীর্থের ‘দ্বীপ’। উৎপল দত্তের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থের দলপ্রধান তপন হাফিজ। আদর্শচ্যুত হয়ে কীভাবে মানুষই মানুষের ক্ষতি করে, তা উঠে এসেছে এই নাটকের গল্পে।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৮ ঘণ্টা আগে