Ajker Patrika

বইমেলায় চুরির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

বইমেলায় চুরির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় চুরির অভিযোগে ভারতীয় অভিনেত্রী রুপা দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। 

বিধান নগর উত্তর থানা-পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত অভিনেত্রী মুম্বাইয়ে একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। গতকাল শনিবার এক পুলিশ সদস্য রুপা দত্তকে ডাস্টবিনে পার্স ফেলে দিতে দেখেন। এরপর তাঁর ব্যাগ যখন সার্চ করা হয়, সেখানে বেশ কটি পার্স ও ৭৫ হাজার রুপি পাওয়া যায়। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন উত্তর দেন রুপা দত্ত। মনোযোগ বিক্ষিপ্ত করে চুরির অভিযোগ উঠেছে রুপা দত্তর বিরুদ্ধে। চোর চক্রটি ধরার জন্য তদন্ত চলমান রয়েছে। 
 
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় দুজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তা জানতে তদন্ত চলছে।’ 

বিভিন্ন সময় একাধিক বিতর্কে জড়িয়েছেন রুপা। ২০১৪ সালে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। যদিও সেই অভিযোগ প্রমাণিত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত