বিনোদন ডেস্ক
ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায় মাসখানেক পর আবারও উঠে এসেছে আলোচনায়। তার একমাত্র কারণ, কাজল আগারওয়ালের সঙ্গে সালমানের একটি দৃশ্য।
সিনেমার ফাইনাল কাটে জায়গা পায়নি দৃশ্যটি, বাদ দেওয়া হয়েছিল। তবে দৃশ্যটি ছিল সিকান্দারের পাইরেটেড ভার্সনে। ওই দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপ মন ছুঁয়ে গেছে সবার। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটি শেয়ার করে অনেকেই বলছেন, সিকান্দারের চূড়ান্ত ভার্সনে দৃশ্যটি রাখা উচিত ছিল। অন্তত এই দৃশ্যের কারণে আরও বেশি দর্শক যেত সিনেমা হলে।
সিকান্দার সিনেমায় সালমানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। একটি দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে অঙ্গদান করেছিল। স্ত্রীর ফুসফুস, হার্ট ও চোখ দেওয়া হয় ভিন্ন তিনজনকে। যাদের অঙ্গদান করা হয়েছে, তাদের দেখভালের দায়িত্ব নেয় সিকান্দার। চোখ দেওয়া হয় কাজলকে।
মুছে দেওয়া যে দৃশ্য নিয়ে এত আলোচনা চলছে, ওই দৃশ্যে দেখা যায়, পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছে কাজল অভিনীত চরিত্রটি। বাড়িতে লোকের ভিড়। সবাই নানা কথা শোনাচ্ছে কাজলকে। এই পরিস্থিতিতে সেখানে হাজির হয় সিকান্দার। কাজলকে বোঝায় জীবনের গুরুত্ব, বেঁচে থাকার সৌন্দর্য। এ দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপগুলো এতই জীবন্ত ও অনুপ্রেরণার যে সবাইকে মুগ্ধ করতে বাধ্য। অথচ দৃশ্যটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটা অতি আশ্চর্যের! অনেকে তাই এটিকে বলছেন, ‘বাজে সম্পাদনার আদর্শ উদাহরণ।’
বক্স অফিসে ধুঁকলেও ২০০ কোটি রুপি বাজেটের সিকান্দার ঠিকই লগ্নি তুলে নিতে পেরেছে। আগামী মাসেই সিনেমাটি আসবে নেটফ্লিক্সে। বাদ দেওয়া দৃশ্য নিয়ে নতুন করে এই আলোচনার ফলে ওটিটিতে সিকান্দার আলোড়ন তুলবে, আশা করছেন সবাই।
ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায় মাসখানেক পর আবারও উঠে এসেছে আলোচনায়। তার একমাত্র কারণ, কাজল আগারওয়ালের সঙ্গে সালমানের একটি দৃশ্য।
সিনেমার ফাইনাল কাটে জায়গা পায়নি দৃশ্যটি, বাদ দেওয়া হয়েছিল। তবে দৃশ্যটি ছিল সিকান্দারের পাইরেটেড ভার্সনে। ওই দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপ মন ছুঁয়ে গেছে সবার। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটি শেয়ার করে অনেকেই বলছেন, সিকান্দারের চূড়ান্ত ভার্সনে দৃশ্যটি রাখা উচিত ছিল। অন্তত এই দৃশ্যের কারণে আরও বেশি দর্শক যেত সিনেমা হলে।
সিকান্দার সিনেমায় সালমানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। একটি দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে অঙ্গদান করেছিল। স্ত্রীর ফুসফুস, হার্ট ও চোখ দেওয়া হয় ভিন্ন তিনজনকে। যাদের অঙ্গদান করা হয়েছে, তাদের দেখভালের দায়িত্ব নেয় সিকান্দার। চোখ দেওয়া হয় কাজলকে।
মুছে দেওয়া যে দৃশ্য নিয়ে এত আলোচনা চলছে, ওই দৃশ্যে দেখা যায়, পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছে কাজল অভিনীত চরিত্রটি। বাড়িতে লোকের ভিড়। সবাই নানা কথা শোনাচ্ছে কাজলকে। এই পরিস্থিতিতে সেখানে হাজির হয় সিকান্দার। কাজলকে বোঝায় জীবনের গুরুত্ব, বেঁচে থাকার সৌন্দর্য। এ দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপগুলো এতই জীবন্ত ও অনুপ্রেরণার যে সবাইকে মুগ্ধ করতে বাধ্য। অথচ দৃশ্যটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটা অতি আশ্চর্যের! অনেকে তাই এটিকে বলছেন, ‘বাজে সম্পাদনার আদর্শ উদাহরণ।’
বক্স অফিসে ধুঁকলেও ২০০ কোটি রুপি বাজেটের সিকান্দার ঠিকই লগ্নি তুলে নিতে পেরেছে। আগামী মাসেই সিনেমাটি আসবে নেটফ্লিক্সে। বাদ দেওয়া দৃশ্য নিয়ে নতুন করে এই আলোচনার ফলে ওটিটিতে সিকান্দার আলোড়ন তুলবে, আশা করছেন সবাই।
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৩ ঘণ্টা আগে