বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। গতকাল রোববার প্রথম দিন অফিস করেছেন তিনি। প্রথম দিনেই মুখোমুখি হলেন বিব্রতকর পরিস্থিতির। তাঁকে এমডি পদ থেকে অপসারণের দাবি জানিয়ে এফডিসির মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। সমাবেশে তানিকে এমডির পদ থেকে অপসারণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সংগঠনের উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।
গতকাল সংবাদ সম্মেলনে উজ্জল বলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের আপত্তি নেই। কারণ, এটা সরকারি জায়গা, একটা লোক চাকরি করতে আসবে, আসতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যাঁকে আমরা ঠিকমতো চিনি না, জানি না, আমাদের ওপর আপনারা চাপিয়ে দেবেন, সেটা হবে না। আমরা সেটা প্রতিহত করব।’
উজ্জল আরও বলেন, ‘চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্তভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তার দোসরদের স্থান নেই। ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এফডিসির এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্রবান্ধব কাউকে এমডি নিয়োগ করতে হবে।’
বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে এফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চিত্রনাট্যকার কাসেম আলী দুলাল, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। দুপুর ১২টা থেকে এক ঘণ্টার প্রতীকী এফডিসি ব্লকড কর্মসূচি পালন করেন তাঁরা।
অন্যদিকে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির এই আলটিমেটাম নিয়ে ভাবছেন না মাসুমা রহমান তানি। সবাইকে নিয়ে এফডিসিকে তৈরি করতে চান চলচ্চিত্রবান্ধব হিসেবে। অপসারণের দাবি ও তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মাসুমা রহমান তানি বলেন, ‘এ বিষয়ে এখনই আমি কিছু বলতে চাই না। সময়ের সঙ্গে সঙ্গে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’
এফডিসি নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তানি বলেন, ‘আমি সব সময় এফডিসির উন্নয়ন চেয়েছি। সেই জায়গার এমডি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি খুশি। প্রথমেই এফডিসি থেকে সব দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিবাদের চিহ্ন দূর করার চেষ্টা করব। আর দ্বিতীয় কাজ হলো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনা। এফডিসিকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে নির্মাতারা চলচ্চিত্রের সব কাজ এখানে করতে পারেন।’
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। গতকাল রোববার প্রথম দিন অফিস করেছেন তিনি। প্রথম দিনেই মুখোমুখি হলেন বিব্রতকর পরিস্থিতির। তাঁকে এমডি পদ থেকে অপসারণের দাবি জানিয়ে এফডিসির মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। সমাবেশে তানিকে এমডির পদ থেকে অপসারণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সংগঠনের উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।
গতকাল সংবাদ সম্মেলনে উজ্জল বলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের আপত্তি নেই। কারণ, এটা সরকারি জায়গা, একটা লোক চাকরি করতে আসবে, আসতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যাঁকে আমরা ঠিকমতো চিনি না, জানি না, আমাদের ওপর আপনারা চাপিয়ে দেবেন, সেটা হবে না। আমরা সেটা প্রতিহত করব।’
উজ্জল আরও বলেন, ‘চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্তভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তার দোসরদের স্থান নেই। ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এফডিসির এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্রবান্ধব কাউকে এমডি নিয়োগ করতে হবে।’
বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে এফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চিত্রনাট্যকার কাসেম আলী দুলাল, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। দুপুর ১২টা থেকে এক ঘণ্টার প্রতীকী এফডিসি ব্লকড কর্মসূচি পালন করেন তাঁরা।
অন্যদিকে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির এই আলটিমেটাম নিয়ে ভাবছেন না মাসুমা রহমান তানি। সবাইকে নিয়ে এফডিসিকে তৈরি করতে চান চলচ্চিত্রবান্ধব হিসেবে। অপসারণের দাবি ও তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মাসুমা রহমান তানি বলেন, ‘এ বিষয়ে এখনই আমি কিছু বলতে চাই না। সময়ের সঙ্গে সঙ্গে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’
এফডিসি নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তানি বলেন, ‘আমি সব সময় এফডিসির উন্নয়ন চেয়েছি। সেই জায়গার এমডি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি খুশি। প্রথমেই এফডিসি থেকে সব দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিবাদের চিহ্ন দূর করার চেষ্টা করব। আর দ্বিতীয় কাজ হলো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনা। এফডিসিকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে নির্মাতারা চলচ্চিত্রের সব কাজ এখানে করতে পারেন।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে