পাঁচ বছর পর গত জুলাইয়ে মুক্তি পেয়েছে হলিউডের হরর সিনেমা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এবার ঢাকার দর্শকদের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
যাঁরা হরর সিনেমা দেখতে ভালোবাসেন, তাঁদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছিল। ভয়ংকর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্প দিয়ে দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দেয় সিনেমাটি। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
হরর ফ্র্যাঞ্চাইজিটির প্রথম দুই সিনেমা ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সিক্যুয়েল ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। গল্পে দেখা যাবে ১০ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। প্রকাশিত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখা যায়, যা এই সিরিজের রহস্যঘেরা মূল চরিত্র। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের একটি ভয়ংকর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।
সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান ও ওরেন পেলি। অভিনয়ে টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর ও রোজ বাইর্ন।
পাঁচ বছর পর গত জুলাইয়ে মুক্তি পেয়েছে হলিউডের হরর সিনেমা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এবার ঢাকার দর্শকদের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
যাঁরা হরর সিনেমা দেখতে ভালোবাসেন, তাঁদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছিল। ভয়ংকর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্প দিয়ে দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দেয় সিনেমাটি। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
হরর ফ্র্যাঞ্চাইজিটির প্রথম দুই সিনেমা ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সিক্যুয়েল ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। গল্পে দেখা যাবে ১০ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। প্রকাশিত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখা যায়, যা এই সিরিজের রহস্যঘেরা মূল চরিত্র। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের একটি ভয়ংকর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।
সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান ও ওরেন পেলি। অভিনয়ে টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর ও রোজ বাইর্ন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে