Ajker Patrika

অ্যাকশনে আছেন নায়িকারাও

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় চলছে অ্যাকশনের জোয়ার। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। এই কোরবানির ঈদে মুক্তির তালিকায়ও রয়েছে অ্যাকশন সিনেমার আধিক্য। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে থাকছেন নায়িকারাও।

শাকিবের প্রতিদ্বন্দ্বী জয়া

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে প্রায় ১০ বছর পর শাকিব খানের সঙ্গে বড় পর্দায় কাজ করলেন জয়া আহসান। এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেবার জুটি হলেও, তাণ্ডবে এবার শাকিব-জয়া প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি প্রকাশিত টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে। টিজারে শাকিব খান যখন একাই সবকিছু ধ্বংস করছেন, সেখানে তার দিকে অস্ত্র তাক করতে দেখা গেল জয়াকে। বোঝাই যাচ্ছে এ সিনেমায় অ্যাকশনগার্ল হিসেবে ভিন্ন এক জয়াকে পাওয়া যাবে।

ফারিণের হাতে ফুল ও কুড়াল

সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় নায়কের মতো তাসনিয়া ফারিণকেও সমানতালে অ্যাকশন করতে দেখা যাবে। ইনসাফের পোস্টারে তাঁর এক হাতে ছিল গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। চারপাশে আহত হয়ে পড়ে থাকা কারও হাত, কারও পা দেখা যাচ্ছে। এর আগে গত জানুয়ারিতে ফারিণের জন্মদিনে একটি পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান নির্মাতা সঞ্জয়। সেই পোস্টারেও দেখা যায় ফারিণের এক হাতে পিস্তল, অন্য হাতে রক্ত লেগে থাকা ধারালো চাকু। চেহারায় ছোপ ছোপ রক্তের দাগ। মেঝেতে ছড়িয়ে আছে মৃতদেহ। ইনসাফ সিনেমায় তাঁর নায়ক শরিফুল রাজ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন মোশাররফ করিম।

রক্তমাখা হাতুড়ি নিয়ে পূজা

অলোক হাসানের ‘টগর’ সিনেমাতেও পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশন আর ভয়াবহতার আভাস। এতে আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমার ফটোশুটে হিংস্ররূপে দেখা মিলেছে পূজার। তাঁর হাতে ছিল রক্তাক্ত হাতুড়ি। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পূজা অভিনয় করেছেন জয়িতা নামের একটি প্রতিবাদী মেয়ের চরিত্রে।

খুনের রহস্য ভেদ করবেন বাঁধন

পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করবেন বাঁধন। অস্ত্র হাতে তাঁকে অপরাধীদের পেছনে ছুটতে দেখা যাবে ‘এশা মার্ডার: কর্মফল’ নামের সিনেমায়। টিজারে দেখা যায়, একই জেলায় খুন ও ধর্ষণের শিকার হয় তিনটি মেয়ে। সব ঘটনা ঘটেছে ভালোবাসা দিবসে। অপরাধী ধরার মিশনে নামে পুলিশ কর্মকর্তা লিনা, যে চরিত্রে আছেন বাঁধন। এই প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও নিয়েছেন পরামর্শ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

ঝোপ বুঝে কোপ মারা বাংলাদেশে আর হবে না: রাষ্ট্রদূত আনসারী

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত