Ajker Patrika

টাকা না পেয়ে নির্মাতার বিরুদ্ধে নায়িকার ক্ষোভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আইশা খান। ছবি: সংগৃহীত
আইশা খান। ছবি: সংগৃহীত

দুই বছর আগে আবু হায়াত মাহমুদের পরিচালনায় একটি সিরিজে অভিনয় করেছিলেন আইশা খান। সে পারিশ্রমিক এখনো পাননি অভিনেত্রী। বাধ্য হয়ে নির্মাতাকে মেনশন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আইশা। ওই স্ট্যাটাসে অভিনেত্রী দাবি করেছেন, সিরিজটির সঙ্গে যুক্ত সিনিয়র শিল্পীরা সবাই পারিশ্রমিক পেলেও তাঁর টাকা দিতে নানা টালবাহানা করছেন আবু হায়াত মাহমুদ।

বিষয়টি নিয়ে আইশা বলেন, ‘এটি দীপ্ত প্লের একটি সিরিজের কাজ ছিল। ২০২২ সালের অক্টোবর কিংবা নভেম্বরে সম্ভবত শুটিং শুরু হয়। ২৬ পর্বের কাজ ছিল। প্রথম দুটি বিল উনি আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছেন। এর পর থেকে দেরি করে দিতেন। সবশেষ এ বছরের কোরবানি ঈদে বিল দেন। আমার ১ লাখের ওপরে বকেয়া ছিল। যেহেতু ঈদ মৌসুম, তাই উনার কাছে পারিশ্রমিক চাই। উনি আমাকে ৫০ হাজার দেন। এখনো সাড়ে ৬২ হাজার টাকা বাকি। ঈদের পর থেকেই টাকাটা নিয়ে ঘোরাচ্ছেন। ফোন দিলেই নানা অজুহাত দেন। গতকাল পোস্ট দেওয়ার পর অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, উনি (আবু হায়াত মাহমুদ) এ রকমই। পারিশ্রমিক দেন না ঠিকমতো। কেউ কেউ আশাও ছেড়ে দিয়েছেন ঘুরতে ঘুরতে।’

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিকের পুরোটাই পরিচালককে দেওয়া হয়েছে জানিয়ে আইশা বলেন, ‘দীপ্ত প্লের কর্মকর্তা সুজন ভাই আমাকে বলেছেন, আর্টিস্ট পছন্দ করা ছাড়া সিরিজটির কোনো কিছুতে তাঁরা হস্তক্ষেপ করেননি। পরিচালকের ওপর ছেড়ে দিয়েছিলেন। সবার পারিশ্রমিকও বুঝিয়ে দিয়েছেন তাঁরা। আমিও বিষয়টি পোস্টে উল্লেখ করেছি। প্রযোজনা প্রতিষ্ঠান অভিনয়শিল্পীদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার পরও পরিচালক আমাকে পারিশ্রমিক দিচ্ছেন না।’

সবশেষে আইশার প্রশ্ন, ‘আমার কথা হচ্ছে, একজন শিল্পীকে এসব বিষয় নিয়ে ভুগতে হবে কেন?’

আইশার এ অভিযোগের বিষয়ে জানতে আবু হায়াত মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত