Ajker Patrika

ফিরছে ২৫ বছরের পুরোনো ‘আত্মসম্মান’

ফিরছে ২৫ বছরের পুরোনো ‘আত্মসম্মান’

সালটা ১৯৯৪। ‘স্বাভিমান’। বাংলায় ‘আত্মসম্মান’। দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে বেলা সাড়ে তিনটার জনপ্রিয় ধারাবাহিক। যা প্রথম ৮০০ পর্বের সুপার ডুপার হিট মেগা হয়ে ওঠে। সেই ‘স্বাভিমান’ ধারাবাহিক ২৫ বছর পূর্ণ করল। এ উপলক্ষে দর্শকদের জন্যও এল বিশেষ উপহার। আবার দেখা যাবে ‘স্বাভিমান’। তবে এবার টিভি পর্দায় নয়। দেখানো হবে টাটা স্কাই চ্যানেলে।

‘স্বাভিমান’ ছিল দীর্ঘ ধারাবাহিকের সুবর্ণ যুগের সূচনা। পরিচালনা করেছেন মহেশ ভাট। বেলা সাড়ে তিনটায় পশ্চিমবঙ্গের টেলিভিশনে ডাবিং করে সম্প্রচার হতো এটি। বাংলা নাম ছিল ‘আত্মসম্মান’। যার জন্য বাংলাদেশেও ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে ওঠে। তখন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ- ধারাবাহিকের চকচকে বাজেট যুগ আসেনি।

১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চলেছিল এই দীর্ঘ ধারাবাহিক। বাংলা ‘আত্মসম্মান’ এ টাইটেল গান বাংলাতেই হতো ‘এই তো সময়’। আরেকটি গান ছিল ধারাবাহিকে ‘ক্যায়সে উনহে ভুল জায়ে’, গেয়েছিলেন শান। তখন কেউ শানকে চিনত না। নবাগত শান বলিউডে জায়গা পেয়েছিলেন ‘স্বাভিমান’–এর এ গান গেয়েই।

ধারাবাহিকটির অভিনয়শিল্পীর তালিকা ছিল চোখ ধাঁধানো। কিটু গিওয়ানি, অঞ্জু মহেন্দ্র, রোহিত রায়, দীপক পরাশর প্রমুখ। রোহিত রায় তো ‘স্বাভিমান’ হিরো হয়ে তৎকালীন শাহরুখ-আমির খানদের বাজারকে রীতিমতো টক্কর দিতেন জনপ্রিয়তায়। এ ধারাবাহিক দিয়ে উঠে এসেছেন এখনকার অনেক বড় স্টার অভিনেতা। যেমন মনোজ বাজপেয়ি, আশুতোষ রানা, সন্ধ্যা মৃদুল।

কেমন ছিল ‘স্বাভিমান’ এর গল্প? সুন্দরী একলা নারী স্বেতলানা। কিন্তু সে বড়লোক অভিজাত কেশব মালহোত্রার দ্বিতীয় বউ। কেশব মালহোত্রার মৃত্যুর পর অভিজাত মালহোত্রা পরিবারের সঙ্গে স্বেতলানার সম্পত্তির দাবি ও প্রতিপত্তির রেষারেষি নিয়ে গল্প। কেশব মালহোত্রার স্ত্রী রঞ্জনা দেবী আর ছেলে ঋষভ। মূল গল্প এটাই।

বাংলায় কেন হিন্দিতে ডাবিং করা সিরিয়াল দেখানো হবে, এ নিয়ে তখন প্রতিবাদ জানিয়েছিলেন অপর্ণা সেনসহ আরও অনেক খ্যাতিমানরা। মামলাও হয় এটা নিয়ে। যার ফলে কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায় ধারাবাহিকটির বাংলা ভার্সন।

কিন্তু হিন্দি ‘স্বাভিমান’ দেখতে পেতেন বাঙালি দর্শকেরা। অপ্রতিরোধ্যভাবে তিন বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। পরে তো ১৯৯৫ সালে বাংলায় প্রথম দীর্ঘ ধারাবাহিক ‘জননী’ শুরু করেন বিষ্ণু পাল চৌধুরী।

পঁচিশ বছর পর ছোট পর্দা, বড় পর্দা, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ- সব বদলে গেছে। কিন্তু বদলায়নি সেই ‘স্বাভিমান’ নিয়ে মানুষের স্মৃতিকাতরতা। তাই আবার এত বছর পর ‘স্বাভিমান’ ফিরছে পুরোনো আত্মসম্মান নিয়েই। নতুন প্রজন্মও এবার স্বাদ পাবে সেই সুবর্ণ যুগের।

 সূত্র: পিংক ভিলা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত