Ajker Patrika

গোয়েন্দা এনোলা হোমসের নতুন অভিযান

বিনোদন ডেস্ক
‘এনোলা হোমস টু’ সিনেমায় অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ছবি: সংগৃহীত
‘এনোলা হোমস টু’ সিনেমায় অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে। এ উপন্যাস অবলম্বনে এরই মধ্যে ‘এনোলা হোমস’ নামে দুটি সিনেমা বানিয়েছে নেটফ্লিক্স। দুটিই ব্যাপক আলোচিত হয়। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব।

হলিউড রিপোর্টার জানিয়েছে, এরই মধ্যে এনোলা হোমস থ্রি সিনেমার কাজ শুরু করেছে নেটফ্লিক্স। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে। হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় অভিনয় করবেন হেলেনা বোনহ্যাম কার্টার। তিনজনই ফিরছেন সিকুয়েলে। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করবেন হামিশ প্যাটেল।

যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং চলছে। নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রির সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিলিপ বারান্তিনি। নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে গিয়ে হাজির হয় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

২০২০ সালে এসেছিল এনোলা হোমস ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০২২ সালে মুক্তি পায় ‘এনোলা হোমস টু’। দুটি সিনেমাই ব্যাপক আলোচিত হয়। ৯৩টি দেশে নেটফ্লিক্সের সেরা দশ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে গোয়েন্দা এনোলা হোমসের রহস্যভেদের গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত