বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাঝে একসঙ্গে নাটকে কাজ করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। পর্দার বাইরে ব্যক্তিজীবনে প্রেম ও বিয়ের খবরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন এই জুটি। তবে কয়ে কমাস আগে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তানিয়া বৃষ্টি। আরশের সঙ্গে ভাই-ব্রাদার সম্পর্ক বলে জানান সংবাদমাধ্যমকে।
তানিয়ার মন্তব্য ভালোভাবে নেননি আরশ। তানিয়া বৃষ্টিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট দেন আরশ। বোঝাই যাচ্ছিল সম্পর্কে চিড় ধরেছে। এরপর আর একসঙ্গে কাজ করতেও দেখা যায়নি। এবার সম্পর্কের অবনতির কথা স্বীকার করলেন তানিয়া বৃষ্টি। তাঁকে নিয়ে কথা বলতে নিষেধ করলেন আরশ খানকে।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরশের সঙ্গে সম্পর্ক নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আর আরশ একসঙ্গে অনেক কাজ করতাম। ভালো একটি বন্ডিং ছিল দুজনের। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই চলছে। ও আমার ওপর একটু রেগে আছে। একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম, আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি। একসঙ্গে ঘুরি ফিরি, ভাই-ব্রাদারদের মতো। ভাই-ব্রাদার কথাটা ও কোট করছে। এটা বলাতে তাঁর হয়তো মেজাজ খারাপ হয়েছে। অভিমান বলতে পারেন। আমি আরশকে বলতে চাই, আমি তোমাকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিই নাই। তুমি আমার কাছে ওরকম ভাই ব্রাদার যে আমার এভরিথিং। এতে মেজাজ খারাপ করার কিছু নাই।’
আরশকে উদ্দেশ্য করে তানিয়া আরও বলেন, ‘আরশ খান, তুমি খুব ভালো ভালো কাজ করছ। এটা ধরে রাখো। আমি চাই তুমি জীবনে আরও অনেক ভালো কাজ করো। প্লিজ কবিতাগুলো বন্ধ করে দাও এবং আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও।’
সামনে আবার দুজনকে একসঙ্গে দেখা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমাদের কাজ হচ্ছে না। আরশের সঙ্গে এখন ঝগড়াঝাঁটি হলেও সামনে আমরা কাজ করব। ঈদ আসছে সে সময় আমাদের একসঙ্গে দেখা যেতে পারে।’
বর্তমানে শামিম হাসান সরকারের সঙ্গে বেশি কাজ করছেন তানিয়া বৃষ্টি। দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা যাচ্ছে। গুঞ্জন শোনা যায় আরশের পর শামিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। তবে অভিনেত্রী জানালেন, তাঁরা খুব ভালো বন্ধু। তানিয়া বৃষ্টি বলেন, ‘শামিম হাসান সরকার আমার খুব ভালো বাডি। আমরা একসঙ্গে অনেক কাজ করি। কাজ ছাড়াও আমরা অনেক আড্ডা দিই। সে আমার খুব ভালো একটা বন্ধু।’
মাঝে একসঙ্গে নাটকে কাজ করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। পর্দার বাইরে ব্যক্তিজীবনে প্রেম ও বিয়ের খবরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন এই জুটি। তবে কয়ে কমাস আগে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তানিয়া বৃষ্টি। আরশের সঙ্গে ভাই-ব্রাদার সম্পর্ক বলে জানান সংবাদমাধ্যমকে।
তানিয়ার মন্তব্য ভালোভাবে নেননি আরশ। তানিয়া বৃষ্টিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট দেন আরশ। বোঝাই যাচ্ছিল সম্পর্কে চিড় ধরেছে। এরপর আর একসঙ্গে কাজ করতেও দেখা যায়নি। এবার সম্পর্কের অবনতির কথা স্বীকার করলেন তানিয়া বৃষ্টি। তাঁকে নিয়ে কথা বলতে নিষেধ করলেন আরশ খানকে।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরশের সঙ্গে সম্পর্ক নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আর আরশ একসঙ্গে অনেক কাজ করতাম। ভালো একটি বন্ডিং ছিল দুজনের। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই চলছে। ও আমার ওপর একটু রেগে আছে। একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম, আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি। একসঙ্গে ঘুরি ফিরি, ভাই-ব্রাদারদের মতো। ভাই-ব্রাদার কথাটা ও কোট করছে। এটা বলাতে তাঁর হয়তো মেজাজ খারাপ হয়েছে। অভিমান বলতে পারেন। আমি আরশকে বলতে চাই, আমি তোমাকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিই নাই। তুমি আমার কাছে ওরকম ভাই ব্রাদার যে আমার এভরিথিং। এতে মেজাজ খারাপ করার কিছু নাই।’
আরশকে উদ্দেশ্য করে তানিয়া আরও বলেন, ‘আরশ খান, তুমি খুব ভালো ভালো কাজ করছ। এটা ধরে রাখো। আমি চাই তুমি জীবনে আরও অনেক ভালো কাজ করো। প্লিজ কবিতাগুলো বন্ধ করে দাও এবং আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও।’
সামনে আবার দুজনকে একসঙ্গে দেখা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমাদের কাজ হচ্ছে না। আরশের সঙ্গে এখন ঝগড়াঝাঁটি হলেও সামনে আমরা কাজ করব। ঈদ আসছে সে সময় আমাদের একসঙ্গে দেখা যেতে পারে।’
বর্তমানে শামিম হাসান সরকারের সঙ্গে বেশি কাজ করছেন তানিয়া বৃষ্টি। দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা যাচ্ছে। গুঞ্জন শোনা যায় আরশের পর শামিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। তবে অভিনেত্রী জানালেন, তাঁরা খুব ভালো বন্ধু। তানিয়া বৃষ্টি বলেন, ‘শামিম হাসান সরকার আমার খুব ভালো বাডি। আমরা একসঙ্গে অনেক কাজ করি। কাজ ছাড়াও আমরা অনেক আড্ডা দিই। সে আমার খুব ভালো একটা বন্ধু।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে