Ajker Patrika

পাঁচ বছর পর আমরা সুফল পাব: মুহম্মদ জাফর ইকবাল

দিনাজপুর প্রতিনিধি
পাঁচ বছর পর আমরা সুফল পাব: মুহম্মদ জাফর ইকবাল

আজ থেকে পাঁচ বছর পর নতুন কারিকুলামের সুফল পাওয়া যাবে বলে উল্লেখ করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা উদ্বোধনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাতনের মাধ্যমে সামুদ্রিক নোনাপানিকে সুপেয় পানিতে পরিণত করেছে কেউ। কেউবা পরমাণু মৌলের সরণি থ্রি-ডি মাধ্যমে উপস্থাপন করেছে। বিজ্ঞানের 
বিভিন্ন বিষয়ের এমন বৈচিত্র্যময় উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হলো আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা। দিনব্যাপী এ মেলায় আরও ছিল আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এবি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ফাউন্ডেশনের একাডেমিক কাউন্সিলের চেয়ারপারসন ডা. শামীমা আমজাদের সভাপতিত্বে আলোচনা সভায় গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দেশবরেণ্য চিকিৎসক, স্বাধীনতা পদক পাওয়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইয়াসমীন হক, সাহিত্যিক ও কার্টুনিস্ট আহসান হাবীব, অধ্যাপক সুফিয়া হায়দার, চিরিরবন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সুনীল কুমার সাহা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘শেখার মানে হলো সমাধান করতে পারা, মুখস্থ করে পরীক্ষা দেওয়া নয়। এ জন্যই নতুন কারিকুলাম আনন্দের সঙ্গে শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন কারিকুলাম করার পর অনেকে আমাকে গালিগালাজ করেছে। কিন্তু আমি খুশি। তোমরা খুশি। আজ থেকে পাঁচ বছর পরে আমরা এর সুফল পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত