Ajker Patrika

কলেজে ক্যানটিন চাই

মো. তাওহীদ কবির
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৪: ০৫
কলেজে ক্যানটিন চাই

গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থিত টঙ্গী সরকারি কলেজ। এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার। প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে কলেজ প্রাঙ্গণ। তবে শিক্ষার্থীদের জন্য নেই কোনো ক্যানটিনের ব্যবস্থা। ফলে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।

ক্লাসের বিরতিতে হালকা কিছু খেতে হলেও যেতে হয় ক্যাম্পাসের বাইরে। কলেজের পাশের বিভিন্ন নিম্নমানের রেস্তোরাঁ ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে চড়া দামে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হয়। এতে যেমন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তেমনি হচ্ছে অর্থের অপচয়।

বিভিন্ন সময় কলেজকাঠামোর অনেক উন্নয়ন হলেও আজ পর্যন্ত ক্যানটিন নির্মাণ করা হয়নি এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথাও শোনা যায় না। এ বিষয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম খান বলেন, ‘কলেজে ক্যানটিন না থাকায় অনেকটা বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হচ্ছে।’

ডিগ্রি (বিবিএস) প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার মাহিন বলেন, ‘সবাই একসঙ্গে বাইরে গেলে অনেক ভিড় হয় দোকানগুলোয়। মেয়ে হয়ে তো এভাবে খাবার কেনা সম্ভব হয় না বেশির ভাগ সময়।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম ক্যানটিনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও তা কবে হবে, সে বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ক্যানটিন করার কথা ভাবছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেই। তা ছাড়া ক্যানটিন করার মতো কোনো জায়গা কলেজে নেই। আমাদের ক্যাম্পাসে নতুন ভবন হবে, সেই ভবনের নিচতলায় ক্যানটিন করার কথা ভাবছি।’

লেখক: শিক্ষার্থী, টঙ্গী সরকারি কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত