মো. তাওহীদ কবির
গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থিত টঙ্গী সরকারি কলেজ। এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার। প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে কলেজ প্রাঙ্গণ। তবে শিক্ষার্থীদের জন্য নেই কোনো ক্যানটিনের ব্যবস্থা। ফলে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
ক্লাসের বিরতিতে হালকা কিছু খেতে হলেও যেতে হয় ক্যাম্পাসের বাইরে। কলেজের পাশের বিভিন্ন নিম্নমানের রেস্তোরাঁ ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে চড়া দামে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হয়। এতে যেমন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তেমনি হচ্ছে অর্থের অপচয়।
বিভিন্ন সময় কলেজকাঠামোর অনেক উন্নয়ন হলেও আজ পর্যন্ত ক্যানটিন নির্মাণ করা হয়নি এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথাও শোনা যায় না। এ বিষয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম খান বলেন, ‘কলেজে ক্যানটিন না থাকায় অনেকটা বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হচ্ছে।’
ডিগ্রি (বিবিএস) প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার মাহিন বলেন, ‘সবাই একসঙ্গে বাইরে গেলে অনেক ভিড় হয় দোকানগুলোয়। মেয়ে হয়ে তো এভাবে খাবার কেনা সম্ভব হয় না বেশির ভাগ সময়।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম ক্যানটিনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও তা কবে হবে, সে বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ক্যানটিন করার কথা ভাবছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেই। তা ছাড়া ক্যানটিন করার মতো কোনো জায়গা কলেজে নেই। আমাদের ক্যাম্পাসে নতুন ভবন হবে, সেই ভবনের নিচতলায় ক্যানটিন করার কথা ভাবছি।’
লেখক: শিক্ষার্থী, টঙ্গী সরকারি কলেজ
গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থিত টঙ্গী সরকারি কলেজ। এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার। প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে কলেজ প্রাঙ্গণ। তবে শিক্ষার্থীদের জন্য নেই কোনো ক্যানটিনের ব্যবস্থা। ফলে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
ক্লাসের বিরতিতে হালকা কিছু খেতে হলেও যেতে হয় ক্যাম্পাসের বাইরে। কলেজের পাশের বিভিন্ন নিম্নমানের রেস্তোরাঁ ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে চড়া দামে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হয়। এতে যেমন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তেমনি হচ্ছে অর্থের অপচয়।
বিভিন্ন সময় কলেজকাঠামোর অনেক উন্নয়ন হলেও আজ পর্যন্ত ক্যানটিন নির্মাণ করা হয়নি এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথাও শোনা যায় না। এ বিষয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম খান বলেন, ‘কলেজে ক্যানটিন না থাকায় অনেকটা বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হচ্ছে।’
ডিগ্রি (বিবিএস) প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার মাহিন বলেন, ‘সবাই একসঙ্গে বাইরে গেলে অনেক ভিড় হয় দোকানগুলোয়। মেয়ে হয়ে তো এভাবে খাবার কেনা সম্ভব হয় না বেশির ভাগ সময়।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম ক্যানটিনের ব্যবস্থা করার আশ্বাস দিলেও তা কবে হবে, সে বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ক্যানটিন করার কথা ভাবছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেই। তা ছাড়া ক্যানটিন করার মতো কোনো জায়গা কলেজে নেই। আমাদের ক্যাম্পাসে নতুন ভবন হবে, সেই ভবনের নিচতলায় ক্যানটিন করার কথা ভাবছি।’
লেখক: শিক্ষার্থী, টঙ্গী সরকারি কলেজ
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
৭ ঘণ্টা আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানার্জন করেন না, বরং গবেষণা, বিশ্লেষণ ও নানা স্কিল গঠনের সুযোগ পান। এই দক্ষতাগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাসাইনমেন্ট তৈরি। অ্যাসাইনমেন্ট শুধু পরীক্ষার বিকল্প কিংবা নম্বর তোলার মাধ্যম নয়, বরং এটি একজন শিক্ষার্থী
২১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে