বান্দরবান প্রতিনিধি
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এই আয়োজনের ১২তম আসরে অংশ নেয় বাংলাদেশের একটি গণিত টিম। এ দলের সদস্য ছিল বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা।
এ বছর প্রথমবারের মতো কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপে অংশ নয়। জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার শিক্ষার্থী। পরবর্তীকালে আন্তর্জাতিক আসরের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে রৌপ্যপদক অর্জন করে উছাইওয়াং। এ বিভাগে তার সঙ্গে ছিল আরমান মালিক, ফাতিমা জাহরা শেখ এবং জান্নাতুল ফেরদৌস নওশিন।
উছাইওয়াংয়ের এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন জানিয়েছেন, উছাইওয়াং সুযোগ পেলেই গণিত অনুশীলন করত। তার অনুশীলন দেখে স্কুলের শিক্ষকেরা তাকে সহযোগিতা করে।
প্রধান শিক্ষক আরও বলেন, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানান প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এ স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাবক তার মা ও নানি। উছাইওয়াংয়ের এ অর্জনের জন্য স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার মা।
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এই আয়োজনের ১২তম আসরে অংশ নেয় বাংলাদেশের একটি গণিত টিম। এ দলের সদস্য ছিল বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা।
এ বছর প্রথমবারের মতো কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপে অংশ নয়। জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার শিক্ষার্থী। পরবর্তীকালে আন্তর্জাতিক আসরের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে রৌপ্যপদক অর্জন করে উছাইওয়াং। এ বিভাগে তার সঙ্গে ছিল আরমান মালিক, ফাতিমা জাহরা শেখ এবং জান্নাতুল ফেরদৌস নওশিন।
উছাইওয়াংয়ের এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন জানিয়েছেন, উছাইওয়াং সুযোগ পেলেই গণিত অনুশীলন করত। তার অনুশীলন দেখে স্কুলের শিক্ষকেরা তাকে সহযোগিতা করে।
প্রধান শিক্ষক আরও বলেন, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানান প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এ স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাবক তার মা ও নানি। উছাইওয়াংয়ের এ অর্জনের জন্য স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার মা।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগেস্টামফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজিত হয়েছে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট ওয়েলফেয়ার-এর আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগেকর্মক্ষেত্র গুছিয়ে রাখার কৌশলের জন্য জাপানিরা আবিষ্কার করেছেন ফাইভ এস পদ্ধতি। ধরুন, সকালে অফিসে ঢুকেই দেখলেন, ডেস্কটা জগাখিচুড়ি। কলম খুঁজে পাচ্ছেন না, দরকারি নোট কোথায় রেখেছেন মনে নেই, চারপাশে কাগজের পাহাড়। এমন অবস্থায় কাজ শুরু করা কি সহজ?
১৮ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো মামলা শেষে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
১ দিন আগে