Ajker Patrika

মানবিকতা ও নেতৃত্বে ফারহানা

পাঠকবন্ধু ডেস্ক
ফারহানা ইসলাম
ফারহানা ইসলাম

নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং পাঠকবন্ধুর সদস্য ফারহানা ইসলাম সম্প্রতি জাতিসংঘের ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৪’ এবং ফুল ফান্ডেড ‘অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম ২০২৪’-এ মনোনীত হন।

ইউনাইটেড ন্যাশনস একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের যৌথভাবে পরিচালিত মিলেনিয়াম ফেলোশিপ একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম। এই ফেলোশিপ টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করে তরুণদের জন্য। এই প্রোগ্রামের অংশ হিসেবে ফারহানা ইসলাম ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ নামের একটি প্রকল্পে কাজ করেছেন।

এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ এতিমখানা এবং মাস্তুল ফাউন্ডেশনে কর্মশালা আয়োজন করেন। এসব কর্মশালায় এতিম শিশুদের জন্য কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং লাইফ স্কিল প্রশিক্ষণ দেওয়া হয়। ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ প্রকল্পে ফারহানা মার্কেটিং এবং জনসংযোগ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফারহানার আরেকটি বড় অর্জন হলো হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি দ্বারা পরিচালিত অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ। এই প্রোগ্রামের লক্ষ্য তরুণদের ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা।

ডিসেম্বর ২০২৪-এ মিলেনিয়াম ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করার পর ফারহানা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট হন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনি বিভিন্ন সেশন, ওয়েবিনারের অভিজ্ঞতার মধ্য দিয়ে নেতৃত্বের দক্ষতা আরও শাণিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত