Ajker Patrika
সাক্ষাৎকার

শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছি: অধ্যাপক ড. গোলাম কিবরিয়া

শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছি: অধ্যাপক ড. গোলাম কিবরিয়া
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৪

দেশের দক্ষিণাঞ্চলে শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম)। মহাত্মা অশ্বিনীকুমার দত্ত পিতা ব্রজমোহন দত্তের নামে ১৮৮৯ সালের ৪ জুন প্রতিষ্ঠা করেন কলেজটি। সময়ের হাত ধরে এই কলেজই সমৃদ্ধ করছে বরিশালের সমাজ, সংস্কৃতি ও জনমানসকে। ব্রজমোহন কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া দায়িত্ব নেন ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি। প্রাচীন এই কলেজটির বিভিন্ন বিষয় নিয়ে ‘আজকের পত্রিকা’র সঙ্গে কথা বলেছেন অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। সাক্ষাৎকার নিয়েছেন খান রফিক

আজকের পত্রিকা: ঐতিহ্যবাহী বিএম কলেজের শিক্ষার মান উন্নয়নে কী উদ্যোগ নিয়েছেন?
গোলাম কিবরিয়া: এ অঞ্চলের সেরা বিদ্যাপীঠ হিসেবে বিএম কলেজের শিক্ষার গুণগত মান ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি।

আজকের পত্রিকা: মান বজায় রাখতে এ কলেজে কী কী মৌলিক বিষয় অনুসরণ করা হয়?
গোলাম কিবরিয়া: দায়িত্ব গ্রহণের পর শিক্ষকদের ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। নিয়মিত ক্লাস হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। শিক্ষার্থীদের কার্যক্রমও নজরদারিতে রাখতে ভিজিল্যান্স টিম তৎপর আছে।

আজকের পত্রিকা: পাঠদানের পাশাপাশি কোন ধরনের সহশিক্ষা কার্যক্রম রয়েছে?
গোলাম কিবরিয়া: এ কলেজের শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা ও ধর্মীয় জ্ঞানেও পারদর্শী। স্থানীয় ও জাতীয় পর্যায়েও তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এ জন্য ক্যাম্পাসে ১৫টি সংগঠন সক্রিয় রয়েছে।

আজকের পত্রিকা: কোন ক্যাটাগরির শিক্ষার্থী এ কলেজে পাঠদানের সুযোগ পান?
গোলাম কিবরিয়া: অনলাইনভিত্তিক মেধার ভিত্তিতে ছেলেমেয়েরা অনার্স এবং উচ্চমাধ্যমিকে এখানে পাঠদানের সুযোগ পাচ্ছে। কলেজটিতে ১৯ হাজার ৬৬৮ শিক্ষার্থী রয়েছে।

আজকের পত্রিকা: শ্রেষ্ঠত্ব ধরে রাখতে শিক্ষকেরা কোন ধরনের ভূমিকা পালন করছেন?
গোলাম কিবরিয়া: এ কলেজে ১৯১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৬৭ শিক্ষক। এই শিক্ষকেরাই কলেজে অনার্স পর্যায়ের ২২টি বিভাগ, ডিগ্রি পাস এবং উচ্চমাধ্যমিকে পাঠদান করেন। গুণগত মান ধরে রাখতে শিক্ষকেরাই কলেজের প্রাণ।

আজকের পত্রিকা: কী কী সাফল্য রয়েছে বিএম কলেজের?
গোলাম কিবরিয়া: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ অনুযায়ী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিএম কলেজ এবং সেরা অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এ কলেজ থেকে। এ ছাড়া বিভাগে ৯ ও জেলা পর্যায়ে ১৫ বার শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বিএম কলেজ। এ বছরও বিসিএসে ক্যাডার ও ননক্যাডার হিসেবে সুযোগ পেয়েছে বিএম কলেজের শিক্ষার্থীরা।

আজকের পত্রিকা: কী কী সীমাবদ্ধতা রয়েছে কলেজের কার্যক্রমে?
গোলাম কিবরিয়া: জলাবদ্ধতা দূর করা বিএম কলেজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ড্রেনের পানি ঢুকে মূল ক্যাম্পাস তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। কলেজের সাতটি হলে মাত্র ৩ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। আরও একটি একাডেমিক ভবন হলে সমাজবিজ্ঞানের মতো বড় বিভাগ পরিচালনা আরও সহজ হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত