আজকের পত্রিকা ডেস্ক
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
বিইউএফটি অডিটরিয়ামে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি বলেন, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক সচেতনতা গঠনে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এবং বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্য কর্মকর্তারা।
সেক্রেটারি জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি আনুষ্ঠানিকভাবে বিইউএফটিআইমান ২০২৫-এর উদ্বোধন ঘোষণা করেন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হলো—‘বৈশ্বিক বিভাজন মোকাবিলায় টেকসই শান্তি ও ব্যাপক নিরাপত্তার জন্য মানবিক সহানুভূতি, কূটনীতি ও সংহতি।’
তিন দিনব্যাপী এই আয়োজনে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময়, যৌথ সমস্যা সমাধান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। শেষ দিনে পুরস্কার বিতরণী ও গালা নাইটের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হবে।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
বিইউএফটি অডিটরিয়ামে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি বলেন, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক সচেতনতা গঠনে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এবং বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্য কর্মকর্তারা।
সেক্রেটারি জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি আনুষ্ঠানিকভাবে বিইউএফটিআইমান ২০২৫-এর উদ্বোধন ঘোষণা করেন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হলো—‘বৈশ্বিক বিভাজন মোকাবিলায় টেকসই শান্তি ও ব্যাপক নিরাপত্তার জন্য মানবিক সহানুভূতি, কূটনীতি ও সংহতি।’
তিন দিনব্যাপী এই আয়োজনে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময়, যৌথ সমস্যা সমাধান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। শেষ দিনে পুরস্কার বিতরণী ও গালা নাইটের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হবে।
ইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৭ ঘণ্টা আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
১ দিন আগে