Ajker Patrika

গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০২
গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়

ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অব রিসার্চ, নেদারল্যান্ডসের ‘ন্যাচার বেইজড ফিউচার-২০২৪’ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘এইচ২ও ইনোভেটরস’। দলটির সদস্যরা হলেন ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের শিক্ষার্থী মাইনুল ইসলাম লাবিব (দলনেতা) ও মো. রাশেদ জাওয়াদ খান এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের শিক্ষার্থী আরিফা আফরোজ রিমি।

দলটি আগামী জুন মাসে নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অব রিসার্চে অনুষ্ঠেয় গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ জন্য দলটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। অভিনন্দনবার্তায় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সাফল্যের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বৈশ্বিক পর্যায়েও অব্যাহত থাকবে বলে মনে করি।’

দলনেতা মাইনুল ইসলাম লাবিব বলেন, ‘এমন একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে অনেক ভালো লাগছে। গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের বিষয়।’

‘ন্যাচার বেইজড ফিউচার-২০২৪’ প্রতিযোগিতায় এবারের চ্যালেঞ্জ ছিল, কীভাবে অর্থনৈতিক উন্নতি মুখ্য অবস্থানে রেখে প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করা যায়। প্রতিযোগিতাটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি পর্বে সম্পন্ন করা হয়। সেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের ন্যাচারবিষয়ক সমাধান বিচারকদের সামনে উপস্থাপন করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বের সার্বিক দায়িত্বে ছিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্ট ইন অ্যাগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস)। দলটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে চ্যাম্পিয়ন হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইএএএস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২৩-এ তাঁদের আইডিয়া প্রেজেন্টেশনের সুযোগ পায়।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের লবণাক্ত পানির সমস্যা সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম একটি প্রকৃতিনির্ভর সমাধান উপস্থাপন করে। এ প্রকল্প খুবই অল্প খরচে ও সহজভাবে প্রান্তিক মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে সক্ষম হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত