Ajker Patrika

নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা ডেস্ক
নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে আইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রতিবাদ জানান এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা ধর্ষণ, হয়রানি ও নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে বসুন্ধরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শিক্ষকেরা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোনো না কোনো নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বাস্তবতা বদলাতে হলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, ‘নীরবতা কোনো সমাধান নয়। নারী নির্যাতন বন্ধ করতে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনের এখনই সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত