Ajker Patrika

জাতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে মাভাবিপ্রবির দায়িত্ব নিয়েছি: উপাচার্য

শিক্ষা ডেস্ক
গ্র্যান্ড ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
গ্র্যান্ড ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বগ্রহণ করেছি জাতির একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিয়ে। সেটা শিক্ষা, সামাজিক অবস্থা, ব্যবসায়–বাণিজ্য, আন্তরিকতা বা ন্যায়নিষ্ঠতা–যাইহোক না কেন। আর এ কাজে আপনাদের সবার সহযোগিতা জরুরি।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ক্যাফে রিওতে মাভাবিপ্রবির ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত গ্র্যান্ড ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাভাবিপ্রবি উপাচার্য বলেন, সবাই শিক্ষক হতে চায়। আমি বলবো, শিক্ষক হতে হলে অন্যতম গুণ হচ্ছে সহজেই শিক্ষার্থীদের বোঝানোর ক্ষমতা থাকতে হবে। শিক্ষক প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখবেন এবং প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন। এরপর তিনি এ জ্ঞান তার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন।

অ্যালামনাইদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বা বিভাগের কারিকুলামে অ্যালামনাইদের বড় অবদান রাখার সুযোগ রয়েছে। আপনারা আপনাদের সেক্টরগুলোর জ্ঞান বা বুদ্ধিগুলো ইউনিভার্সিটি কারিকুলামে সংযুক্তির বিষয়ে পরামর্শ দিতে পারেন। এই জায়গায় মনে হয় দূরত্ব রয়েছে। আপনারা এটাকে উন্নত করেন। এতে করে আমাদের গ্র্যাজুয়েটরা আরও বেশি উপকৃত হবে।

তিনি আরও বলেন, শুরুতে আলাদা আলাদা বিভাগের অ্যালামনাইদের সংগঠন হলে এক সময় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অ্যালামনাই গঠন করা যাবে।

এসময় উপাচার্য সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ড. আনোয়ারুল আজীম বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মাভাবিপ্রবিতে সিপিএস বিভাগের যাত্রা শুরু হয়েছিল। আপনারা যে সেক্টরেই থাকেন না কেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অটুট থাকুক, আমি সেটাই চাই।

এ সময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. ফজলুল করিম, সিপিএস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক ও ড. মোছা. নুরজাহান খাতুন, সংগঠনটির সভাপতি ও সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সুজন এবং সিপিএস বিভাগের শতাধিক অ্যালামনাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত