Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালের কারণে গুচ্ছে ভর্তি আবেদনের সময় বাড়ল

জবি সংবাদদাতা 
আপডেট : ২৮ মে ২০২৪, ১৪: ৪৯
Thumbnail image

চলতি বছরের গত ২০ মে শুরু হওয়া দেশের গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দ ক্রমসহ ভর্তি আবেদনের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় বাড়ানো হয়েছে এক দিন। 

আজ মঙ্গলবার সময় বাড়ানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুচ্ছ সমন্বয় কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। 

উপাচার্য বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় নিয়ে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে আমি অর্ডারও দিয়ে দিয়েছি।’ 

উপাচার্য আনোয়ার হোসেন এ সময় বলেন, ‘আপাতত সময় এক দিন বাড়ানো হলো। তবে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সময় আরও বাড়ানো হবে। কোনো শিক্ষার্থী আবেদন করা থেকে বঞ্চিত হবে না। আমরা তো শিক্ষার্থীদের জন্যই।’ 

এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা ২৭ এপ্রিল, বি ইউনিটের (মানবিক অনুষদ) পরীক্ষা ৩ মে ও সি ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত