Ajker Patrika

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিখরচায় বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়াযর মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’ নামে এ বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৭,০০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা) দেওয়া হবে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের যাতায়াত অনুদান হিসেবে দেওয়া হবে ৩,০০০ ( বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা) ডলার।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। একাডেমিক ফল ভালো হতে হবে। দক্ষ হতে হবে ইংরেজি ভাষায়।

বৃত্তির সংখ্যা
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় ৬০০টি বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তিগুলো দেওয়া হবে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের।

আবেদন পদ্ধতি
লিংকে গিয়ে বৃত্তি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ও আবেদন করা যাবে। প্রার্থী যদি গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতকোত্তর অথবা পিএইচডির জন্য আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত