Ajker Patrika

ডেনমার্কে ডিডিএসএ ভিজিট গ্রান্ট বৃত্তি, আবেদন করুন এখনই

শিক্ষা ডেস্ক
ডেনমার্কে ডিডিএসএ ভিজিট গ্রান্ট বৃত্তি, আবেদন করুন এখনই

ডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

ডেটা বিজ্ঞানীদের শিক্ষা ও প্রশিক্ষণকে মসৃণ করার একটি জাতীয় নেটওয়ার্ক হলো ডিডিএসএ। এটি গবেষণা দল, বিশ্ববিদ্যালয়, কোম্পানি, হাসপাতাল এবং অন্য স্টেকহোল্ডারদের একত্র করে। ডিডিএসএ পিএইচডি, পোস্টডক ফেলোশিপ সেই সঙ্গে তরুণ গবেষকদের জন্য ভ্রমণ অনুদানে অর্থায়ন করে। এ বৃত্তির লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিক সংযোগকে সমৃদ্ধ করা।

সুযোগ-সুবিধা

ডিডিএসএ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভ্রমণ, আবাসনসহ সংশ্লিষ্ট খরচের জন্য ১৫ হাজার ডেনিশ ক্রোন (বাংলাদেশি ২ লাখ ৮২ হাজার ৯০৩ টাকা) দেওয়া হবে। দেশটির উচ্চ মানের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে। পেশাদার নেটওয়ার্ক তৈরির পাশাপাশি পাওয়া যাবে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে কাজের সুযোগ।

আবেদনের যোগ্যতা

ডেনমার্কের নাগরিকত্ব নেই, এমন যে কেউ এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চমৎকার একাডেমিক ফলাফল ও গবেষণার দক্ষতা থাকতে হবে। একাডেমিক বা গবেষণা তত্ত্বাবধায়কদের সুপারিশপত্র দেখাতে হবে। সুপারিশগুলো প্রার্থীদের গবেষণার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য হতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আগ্রহী প্রার্থীদের একটি গবেষণা প্রস্তাব, বাজেট পরিকল্পনা, সুপারিশপত্র ও হোস্ট প্রতিষ্ঠানের কাছ থেকে সহায়তার চিঠি।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত