Ajker Patrika

বিনা খরচে তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১: ১৫
বিনা খরচে তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

মাস্টার্স ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৩ জুন ২০২২। 

শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ও বিজনেস অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। 

‘সাবাঞ্চি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। এ ছাড়া মাসিক উপবৃত্তি, স্বাস্থ্য বিমা, গবেষণা ভাতা, ডরমিটরিতে আবাসন ও ভ্রমণ ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৪ হাজার লিরা প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার টাকা। পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৫ হাজার লিরা প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার টাকা। 

আগ্রহী শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফলাফলের অধিকারী হতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এখানে আবেদন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত