মার্ক জাকারবার্গ, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, ফেসবুক
হার্ভার্ডের পড়াশোনা শেষ করেননি ফেসবুকের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তাই স্নাতক ডিগ্রিও জোটেনি। কিন্তু তাঁর এই আক্ষেপ ঘোচে ‘ডক্টর অব ল’ ডিগ্রি পেয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৭ সালে তাঁকে এই ডিগ্রি দেয়। সম্মানসূচক সেই ডিগ্রি নিতে বাবা-মাকে নিয়ে হার্ভার্ডে হাজির হয়েছিলেন তিনি। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে কিছু কথা বলেছিলেন। সেগুলোর খণ্ডাংশ এখানে তুলে ধরা হলো।
আপনারা হার্ভার্ডে ভর্তির সুযোগ যেদিন পেয়েছিলেন, সেদিনের কথা স্পষ্ট মনে আছে? আমার আছে। আমি রুমে বসে সিভিলাইজেশন গেমটি খেলছিলাম। মেইল পেয়ে দ্রুত নিচে নেমে বাবাকে জানালাম। তিনি আমার মেইল খোলার দৃশ্যটি ভিডিও করলেন। প্রথম দিন কম্পিউটার সায়েন্স ক্লাসে আসতে দেরি হয়েছিল। তাড়াহুড়োয় টি-শার্টও উল্টো করে পরেছিলাম। আমাকে কেউ সেটা বলেনি।
এখানে এসে ফেসম্যাশ বানিয়েছিলাম বলেই প্রিসিলাকে (স্ত্রী) পেয়েছিলাম। এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল, যারা এখনো আমার বন্ধু। এ জন্য আমি হার্ভার্ডের কাছে কৃতজ্ঞ।
আপনারা যা পেরেছেন, আমি তা পারিনি। এখানে দাঁড়িয়ে কথা বলা শেষ করতে পারলে প্রথমবারের মতো হার্ভার্ডের কোনো যাত্রা শেষ হবে।
আজ আমি উদ্দেশ্য নিয়ে কথা বলব। এ নিয়ে একটি গল্প আছে। একবার প্রেসিডেন্ট জন এফ কেনেডি নাসা স্পেস সেন্টারে এসেছিলেন। এক পরিচ্ছন্নতাকর্মীকে তিনি দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন: এখানে তাঁর কাজ কী? তিনি বললেন, তিনি মানুষকে চাঁদে পাঠাতে সাহায্য করছেন।
আপনি যখন বড় কোনো উদ্দেশ্য সফল করতে নিজের চাহিদাকে কম গুরুত্ব দেবেন, তখনই ভালো কিছু হবে। অনেকেই ফেসবুক কিনতে চেয়েছিল। কিন্তু আমি বিক্রি করতে রাজি হইনি। আমার ওপর অনেক চাপ ছিল। ফেসবুক তৈরির সঙ্গে জড়িত প্রত্যেকেই বিক্রির পক্ষে মত দিয়েছিল। তাদের লক্ষ্য ছোট ছিল। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম, কীভাবে আরও বেশি মানুষকে এতে যুক্ত করা যায়। এই বিশ্ব কীভাবে চলে, সে সম্পর্কে ২২ বছর বয়সে আমার কোনো ধারণা ছিল না। বড় উদ্দেশ্য না থাকলে কীভাবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়, সেটা এখন আমি জানি।
আপনারা নিশ্চয়ই ভাবছেন, কীভাবে এমন কিছু শুরু করব, যাতে লাখ লাখ মানুষ অংশ নেবে। আসলে কাজে নামার আগে কোনো ধারণাই পুরোপুরিভাবে প্রকাশ পায় না। যদি আমি শুরুতেই জানতাম, মানুষকে ভার্চুয়ালি কীভাবে যুক্ত করা যায়, তাহলে হয়তো ফেসবুকই বানাতাম না।
সিনেমা আর বাস্তবতা ভিন্ন। ভালো একটি আইডিয়া থাকলেই জীবন বদলে যায়—এটা একটা ভয়ংকর মিথ্যা। এমন চিন্তাভাবনা মানুষকে কাজ করতে বাধা দেয়। ফেসবুক তৈরির আগে আমি গেম, চ্যাট সিস্টেম, পড়াশোনার টুল ও মিউজিক প্লেয়ার বানিয়েছি। সেগুলো কিন্তু সফল হয়নি।
আদর্শবাদী হওয়া ভালো। কিন্তু জেনে রাখো, মানুষ তোমাকে পাগল বলবে, ভুলও বুঝবে। কিছু লোক তোমাকে টেনে নিচে নামাবে। এসবের ভয়ে অনেকে কাজ শুরু করে না। তবে যা–ই করো না কেন, এর প্রভাব ভবিষ্যতের ওপর পড়বে। আমাদের প্রজন্মকেই পৃথিবী বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। বিভিন্ন রোগের ওষুধ বের করতে হবে, সোলার প্যানেল তৈরি ও স্থাপনে অবদান রাখতে হবে। আলাদাভাবে কিছু শেখার সুযোগ তৈরি করতে হবে। অনলাইনে যাতে ভোট দেওয়া যায়, সে ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যগুলো আমাদের আয়ত্তের মধ্যেই আছে। শুধু সফল হলে হবে না। মানুষের কল্যাণ হয়, এমন কিছু করতে হবে।
আমি অনেক উদ্যোক্তাকে চিনি। কিন্তু এমন কাউকে চিনি না, যে আয় করতে পারবে না বলে ব্যবসা শুরু করেনি। ব্যবসায় ক্ষতি হলে তা পুষিয়ে নেওয়ার সামর্থ্যই তাদের নেই। এ কারণে আইডিয়াগুলোকে তারা বাস্তব রূপ দিতে পারেনি।
শুধু ভালো আইডিয়া থাকলে আর কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। সৌভাগ্যও প্রয়োজন হয়। পরিবারের জন্য অর্থ আয়ের চাপ থাকলে আমি কোডিংয়ে সময় দিতে পারতাম না। ফেসবুক ব্যর্থ হলেও আমার সমস্যা হবে না—এটা মাথায় ছিল বলেই হার্ভার্ডে এসে বক্তৃতা দিতে পারছি।
সূত্র: দ্য হার্ভার্ড গ্যাজেট
অনুবাদ: আনিকা জীনাত
হার্ভার্ডের পড়াশোনা শেষ করেননি ফেসবুকের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তাই স্নাতক ডিগ্রিও জোটেনি। কিন্তু তাঁর এই আক্ষেপ ঘোচে ‘ডক্টর অব ল’ ডিগ্রি পেয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৭ সালে তাঁকে এই ডিগ্রি দেয়। সম্মানসূচক সেই ডিগ্রি নিতে বাবা-মাকে নিয়ে হার্ভার্ডে হাজির হয়েছিলেন তিনি। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে কিছু কথা বলেছিলেন। সেগুলোর খণ্ডাংশ এখানে তুলে ধরা হলো।
আপনারা হার্ভার্ডে ভর্তির সুযোগ যেদিন পেয়েছিলেন, সেদিনের কথা স্পষ্ট মনে আছে? আমার আছে। আমি রুমে বসে সিভিলাইজেশন গেমটি খেলছিলাম। মেইল পেয়ে দ্রুত নিচে নেমে বাবাকে জানালাম। তিনি আমার মেইল খোলার দৃশ্যটি ভিডিও করলেন। প্রথম দিন কম্পিউটার সায়েন্স ক্লাসে আসতে দেরি হয়েছিল। তাড়াহুড়োয় টি-শার্টও উল্টো করে পরেছিলাম। আমাকে কেউ সেটা বলেনি।
এখানে এসে ফেসম্যাশ বানিয়েছিলাম বলেই প্রিসিলাকে (স্ত্রী) পেয়েছিলাম। এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল, যারা এখনো আমার বন্ধু। এ জন্য আমি হার্ভার্ডের কাছে কৃতজ্ঞ।
আপনারা যা পেরেছেন, আমি তা পারিনি। এখানে দাঁড়িয়ে কথা বলা শেষ করতে পারলে প্রথমবারের মতো হার্ভার্ডের কোনো যাত্রা শেষ হবে।
আজ আমি উদ্দেশ্য নিয়ে কথা বলব। এ নিয়ে একটি গল্প আছে। একবার প্রেসিডেন্ট জন এফ কেনেডি নাসা স্পেস সেন্টারে এসেছিলেন। এক পরিচ্ছন্নতাকর্মীকে তিনি দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন: এখানে তাঁর কাজ কী? তিনি বললেন, তিনি মানুষকে চাঁদে পাঠাতে সাহায্য করছেন।
আপনি যখন বড় কোনো উদ্দেশ্য সফল করতে নিজের চাহিদাকে কম গুরুত্ব দেবেন, তখনই ভালো কিছু হবে। অনেকেই ফেসবুক কিনতে চেয়েছিল। কিন্তু আমি বিক্রি করতে রাজি হইনি। আমার ওপর অনেক চাপ ছিল। ফেসবুক তৈরির সঙ্গে জড়িত প্রত্যেকেই বিক্রির পক্ষে মত দিয়েছিল। তাদের লক্ষ্য ছোট ছিল। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম, কীভাবে আরও বেশি মানুষকে এতে যুক্ত করা যায়। এই বিশ্ব কীভাবে চলে, সে সম্পর্কে ২২ বছর বয়সে আমার কোনো ধারণা ছিল না। বড় উদ্দেশ্য না থাকলে কীভাবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়, সেটা এখন আমি জানি।
আপনারা নিশ্চয়ই ভাবছেন, কীভাবে এমন কিছু শুরু করব, যাতে লাখ লাখ মানুষ অংশ নেবে। আসলে কাজে নামার আগে কোনো ধারণাই পুরোপুরিভাবে প্রকাশ পায় না। যদি আমি শুরুতেই জানতাম, মানুষকে ভার্চুয়ালি কীভাবে যুক্ত করা যায়, তাহলে হয়তো ফেসবুকই বানাতাম না।
সিনেমা আর বাস্তবতা ভিন্ন। ভালো একটি আইডিয়া থাকলেই জীবন বদলে যায়—এটা একটা ভয়ংকর মিথ্যা। এমন চিন্তাভাবনা মানুষকে কাজ করতে বাধা দেয়। ফেসবুক তৈরির আগে আমি গেম, চ্যাট সিস্টেম, পড়াশোনার টুল ও মিউজিক প্লেয়ার বানিয়েছি। সেগুলো কিন্তু সফল হয়নি।
আদর্শবাদী হওয়া ভালো। কিন্তু জেনে রাখো, মানুষ তোমাকে পাগল বলবে, ভুলও বুঝবে। কিছু লোক তোমাকে টেনে নিচে নামাবে। এসবের ভয়ে অনেকে কাজ শুরু করে না। তবে যা–ই করো না কেন, এর প্রভাব ভবিষ্যতের ওপর পড়বে। আমাদের প্রজন্মকেই পৃথিবী বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। বিভিন্ন রোগের ওষুধ বের করতে হবে, সোলার প্যানেল তৈরি ও স্থাপনে অবদান রাখতে হবে। আলাদাভাবে কিছু শেখার সুযোগ তৈরি করতে হবে। অনলাইনে যাতে ভোট দেওয়া যায়, সে ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যগুলো আমাদের আয়ত্তের মধ্যেই আছে। শুধু সফল হলে হবে না। মানুষের কল্যাণ হয়, এমন কিছু করতে হবে।
আমি অনেক উদ্যোক্তাকে চিনি। কিন্তু এমন কাউকে চিনি না, যে আয় করতে পারবে না বলে ব্যবসা শুরু করেনি। ব্যবসায় ক্ষতি হলে তা পুষিয়ে নেওয়ার সামর্থ্যই তাদের নেই। এ কারণে আইডিয়াগুলোকে তারা বাস্তব রূপ দিতে পারেনি।
শুধু ভালো আইডিয়া থাকলে আর কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। সৌভাগ্যও প্রয়োজন হয়। পরিবারের জন্য অর্থ আয়ের চাপ থাকলে আমি কোডিংয়ে সময় দিতে পারতাম না। ফেসবুক ব্যর্থ হলেও আমার সমস্যা হবে না—এটা মাথায় ছিল বলেই হার্ভার্ডে এসে বক্তৃতা দিতে পারছি।
সূত্র: দ্য হার্ভার্ড গ্যাজেট
অনুবাদ: আনিকা জীনাত
যুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির
৯ ঘণ্টা আগেরাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
১ দিন আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
১ দিন আগেচীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে