জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের (৪৬ ব্যাচ) চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মসূচির পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে। তবেই আমরা বিসিএস পরীক্ষায় বসার সুযোগ পাব। সে ক্ষেত্রে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে সিন্ডিকেট সভায় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া একই ব্যাচের বিগত পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি। এ সময় তিনি বলেন, ‘মহামারিতে ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার তাদের পরীক্ষা দেরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঠিকমতো ক্লাস-পরীক্ষা নেন না। ফলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।’
অন্যদিকে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘পরীক্ষা বিলম্ব হওয়ায় আমাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভবিষ্যৎ কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। স্নাতক সম্পন্ন না হওয়ায় আমাদের সহপাঠীরা চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারছে না এবং উচ্চতর শিক্ষার জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক জটিলতা।’
উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। এ সময় কয়েকজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রহিমা কানিজ বলেন, ‘আমরা ৪৬ ব্যাচের দাবি সম্পর্কে অবগত হয়েছি। সেগুলো উপাচার্যের কাছে পৌঁছে দেওয়া হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এব্যাপারে আলোচনা করবেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের (৪৬ ব্যাচ) চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মসূচির পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে। তবেই আমরা বিসিএস পরীক্ষায় বসার সুযোগ পাব। সে ক্ষেত্রে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে সিন্ডিকেট সভায় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া একই ব্যাচের বিগত পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি। এ সময় তিনি বলেন, ‘মহামারিতে ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার তাদের পরীক্ষা দেরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঠিকমতো ক্লাস-পরীক্ষা নেন না। ফলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।’
অন্যদিকে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘পরীক্ষা বিলম্ব হওয়ায় আমাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভবিষ্যৎ কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। স্নাতক সম্পন্ন না হওয়ায় আমাদের সহপাঠীরা চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারছে না এবং উচ্চতর শিক্ষার জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক জটিলতা।’
উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। এ সময় কয়েকজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রহিমা কানিজ বলেন, ‘আমরা ৪৬ ব্যাচের দাবি সম্পর্কে অবগত হয়েছি। সেগুলো উপাচার্যের কাছে পৌঁছে দেওয়া হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এব্যাপারে আলোচনা করবেন।’
তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল ১০ আগস্টের মধ্যে প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের তারিখ এখন পর্যন্ত নির্দিষ্ট হয়নি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি সংশোধিত ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিইউবিটির ‘আর ইউ ওকে!’ (Are you okay?) কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের...
২১ ঘণ্টা আগেঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
২ দিন আগে