Ajker Patrika

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। ধারণা করা হয়, ১১০০ শতাব্দীর শেষ দিকে অথবা ১২০০ শতাব্দীর প্রথমে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে সর্বস্বীকৃত।

সুযোগ-সুবিধা

অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। বৃত্তিটির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করা হবে। দুই বছরের জন্য প্রতিবছর জীবনযাত্রার ভাতা হিসাবে কমপক্ষে ১৯ হাজার ২৩৭ পাউন্ড দেওয়া হবে। বেসরকারি নেতৃত্ব উন্নয়ন এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো জাতীয়তার প্রার্থীদের জন্য বৃত্তিটি উন্মুক্ত। অসাধারণ একাডেমিক পারফরম্যান্স (প্রথম শ্রেণির একাডেমিক ডিগ্রি) থাকতে হবে। নেতৃত্বের সম্ভাবনা এবং ব্যক্তিগত সততা থাকতে হবে। বৃত্তির উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত স্পষ্ট পেশাদার দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ৫০০ শব্দের পার্শিং স্কয়ার স্কলারশিপ প্রবন্ধ, সুপারিশপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, সিভি বা জীবনবৃত্তান্ত।

অধ্যয়নের ক্ষেত্রগুলো:

স্নাতকোত্তরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮০টির বেশি মাস্টার্স লেভেলের কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে পড়ানো হয় বা গবেষণাভিত্তিক হয়ে থাকে। সাধারণ ডিগ্রির মধ্যে রয়েছে মাস্টার অব সায়েন্স। এক বছরের কোর্স, সাধারণত ক্লাসরুমভিত্তিক।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৭ জানুয়ারি, ২০২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত