Ajker Patrika

প্রার্থীদের করণীয়

সহায়িকা ডেস্ক
প্রার্থীদের করণীয়

ঢাকাসহ দেশের আটটি বিভাগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষার সময়সূচি-সংক্রান্ত প্রার্থীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে করণীয় কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেই করণীয়গুলো এখানে তুলে ধরা হলো। 

সকাল ৮.৩০-৯.২৫
প্রার্থীরা নির্ধারিত পরীক্ষার হলে নিজ নিজ কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। 

সকাল ৯.৩০-৯.৫৫
প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট (১, ২, ৩ ও ৪) থাকবে। প্রার্থীরা উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করবেন। প্রার্থীরা হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। এ সময় প্রবেশপত্র টেবিলের ওপর খুলে রাখতে হবে। প্রবেশপত্রের ছবি এবং স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, গরমিল পাওয়া গেলে বহিষ্কারসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সকাল ১০টা
প্রার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রেরও ৪টি সেট (১, ২, ৩     ও ৪) থাকবে। প্রার্থী যে সেট     নম্বরের উত্তরপত্র পাবেন, তাঁকে     সেই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর এক ও     অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে প্রার্থীরা উত্তর দেওয়া শুরু করবেন। 

দুপুর ১২টা
পরীক্ষা শেষ হবে। প্রার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শক উত্তরপত্র সংগ্রহ করবেন। উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর প্রার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার কক্ষ ত্যাগ করবেন। প্রার্থীরা প্রশ্নপত্র সঙ্গেনিয়ে যাবেন। 
 
সূত্র: পিএসসির বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত