Ajker Patrika

নতুন একাডেমিক কোর্স আনল ‘টেন মিনিট স্কুল’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন একাডেমিক কোর্স আনল ‘টেন মিনিট স্কুল’ 

দেশের অন্যতম ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ উন্মোচন করল তাদের নতুন একাডেমিক প্রোডাক্ট ‘অনলাইনে অফলাইন লার্নিং’। আজ রোববার রাজধানীর জনতা টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের জন্য নতুন এই প্রোডাক্ট উন্মোচন করা হয়। 

সংবাদ সম্মেলনে একাডেমিক প্রোডাক্টটি সম্পর্কে জানানো হয়, পঞ্চম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এ কোর্সটি সাজানো হয়েছে। প্রোডাক্টিতে পঞ্চম-সপ্তম শ্রেণির জন্য গণিত, অষ্টম শ্রেণির জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান এবং নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের মূল বিষয়গুলোর ওপর নির্দেশিকা তৈরি করা হয়েছে। বাংলাদেশের সেরা এবং দক্ষ শিক্ষকদের সমন্বয়ে তারা এই নির্দেশিকাগুলো তৈরি করেছেন। শিক্ষার্থীরা নিজেদের সমস্যাগুলো সমাধানে ঘরে বসেই ক্লাসগুলো করতে পারবেন। 

কোর্সটির মধ্যে একজন শিক্ষার্থী রেকর্ডেড ক্লাস পাবেন। ক্লাসের মাঝে শিক্ষককে প্রশ্ন করার সুযোগ এবং নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে টেস্ট পেপার সমাধানের ব্যবস্থা। শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে 10 ms. app লিংকটি ব্যবহার করে বাংলাদেশের সেরা এবং দক্ষ শিক্ষকদের ক্লাসগুলো করতে পারবে। 

সংবাদ সম্মেলনে ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, ‘টেন মিনিট স্কুলের মাধ্যমে আমরা সবসময় চেয়েছি শিক্ষার্থীদের গতানুগতিক ব্যবস্থার বাইরে গিয়ে নতুনভাবে সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। যাতে তারা নিজেদের পড়াশোনাকে আরও আনন্দের সঙ্গে শিখতে পারে। তারা যেন নতুন কিছু শিখতে নিজেদের উদ্বুদ্ধ করে। আমাদের নতুন এই একাডেমিক নির্দেশিকা শিক্ষার্থীদের যেমন পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করবে, পাশাপাশি তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করতেও সাহায্য করবে।’ 

প্রোডাক্ট উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের হেড অব এইচ আর মুনজেরিন শহীদ, মার্কেটিং লিড মুফাসসাল সাইফ, পিআর এন্ড কমিউনিকেশন ম্যানেজার আবদুল্লাহ আল শিহাব প্রমুখ। 

অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ ২০১৫ সালে যাত্রা শুরু করে। প্রথমে একাডেমিক বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে তাদের যাত্রা শুরু করলেও বর্তমানে বিভিন্ন একাডেমিক, স্কিল ডেভেলপমেন্ট, চাকুরির প্রস্তুতি কোর্সসহ বিভিন্ন কোর্সের সমন্বয়ে লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠদান করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত