Ajker Patrika

শিক্ষার্থীদের করোনা নেগেটিভ ফল নিয়ে হোস্টেলে উঠতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষার্থীদের করোনা নেগেটিভ ফল নিয়ে হোস্টেলে উঠতে হবে

দীর্ঘ আঠারো মাসের বেশি সময় পর আগামীকাল রোববার থেকে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানে অংশ নেবে শিক্ষার্থীরা। স্কুল-কলেজ খোলার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল চালু ও পরিচালনার জন্য ১৪ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে হোস্টেলে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্য করোনা পরীক্ষা করে আসতে হবে।

আজ শনিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। 

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থাকায় হোস্টেল চালুর ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধির পাশাপাশি ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত নির্দেশনা অনুসারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নির্দেশনাগুলো হলো, কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করে ফল নেগেটিভ হলেই হোস্টেলে ওঠা যাবে; একাধিক শিক্ষার্থী একই বিছানা ব্যবহার করা থেকে বিরত থাকবে; একসঙ্গে নামাজ, প্রার্থনা, সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলবে; হোস্টেলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে; দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে; ডেঙ্গু সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুসরণ করতে হবে; একজনের ব্যক্তিগত ব্যবহার সামগ্রী বা শিখন সামগ্রী অন্যজন ব্যবহার করতে পারবে না; আবাসিক শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ছাড়া অন্য কেউ হোস্টেলে অবস্থান বা যাতায়াত করতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত